লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়ন ও শ্রীরামপুর ইউনিয়ন সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার রাত সাড়ে ১১টার পর ১১ নারী, ২ পুরুষ ও ৭ শিশুকে পুশইন করা হয়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে বৃহস্পতিবার পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সীমান্তের বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি ও থানা পুলিশ জানায়, পাটগ্রাম সদর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৬ নম্বরের ৬ নম্বর উপ-পিলারের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করে। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৪শ গজ অভ্যন্তর থেকে পুশইনের শিকার নারী, শিশুদেরকে আটক করে।
অপরদিকে ভোর ৫টার দিকে একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৬ নম্বরের ৪ নম্বর উপ-পিলারের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের জামালদহ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ৩ শিশু, ৪ নারী ও ২ জন পুরুষকে পুশইন করে। পুশইনের ঘটনা টের পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৫শ গজ অভ্যন্তর থেকে পুশইনের শিকার নারী, শিশু ও পুরুষদেরকে আটক করেন।
আটকরা জানায়, গত একমাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখার পর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ভারত থেকে বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে ২০ নারী, শিশু ও পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে। বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী
অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়। ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়।
আরো পড়ুন:
কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির
অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প
বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।
বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ