ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ। ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার আজ ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর শেষ ম্যাচ। একই ম্যাচে রিয়ালের ডাগআউট থেকে বিদায় নেওয়ার কথা আগেই জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

৩৯ বছর বয়সী মদরিচ ২০১২ সালে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেন। গত ১৩ বছরে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন মদরিচ। ক্লাবের হয়ে ৫৯০ ম্যাচ খেলা এই মিডফিল্ডার বিদায়বার্তায় লিখেছেন, ‘সময় হয়ে গেছে। যে সময়টা আসুক আমি কখনোই চাইনি। তবে এটাই ফুটবল। জীবনে শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব।’

বিস্তারিত আসছে .

..।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মদর চ

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাইযোদ্ধা : উমামা ফাতেমা

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম নগরে আহত হওয়া একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমার এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

‘এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ নামে একটি ফেসবুক পেজে হাসানের বোনের বরাতেও একই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানের অন্যতম আহত যোদ্ধা আমাদের ভাই হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় একটু আগে শহীদ হয়েছেন। সবাই দোয়া করবেন। খবরটি নিশ্চিত করেছেন ফোন করে হাসানের ছোট বোন সুমাইয়া।’

রাত ১১টা ২১ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, গত সাত মাস ধরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন মোহাম্মদ হাসান। গত ১০ এপ্রিল হাসানকে লাইফসাপোর্ট থেকে সরিয়ে সাধারণ বেডে আনা হয়। ২৫ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফসাপোর্টে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাত ১২টা ১৭ মিনিটের দিকে উমামা ফাতেমা এ নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। এতে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহত হাসান ভাই একটু আগে মারা গেছেন। হাসান ভাই আহত হওয়ার পর থেকে এম্পাওয়ারিং আওয়ার ফাইটারসের মাধ্যমে তার সঙ্গে কলি আপু সার্বক্ষণিক যুক্ত ছিলেন। কিছুদিন আগে কলি কায়েয আপু বলছিলেন হাসানের অবস্থা বেশি ভালো না। আমি ভাবছিলাম দেশে আসলে দেখতে যাব। কি বলব!’

এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ ফেসবুক পেজে বলা হয়, ‘গত ৫ আগস্ট টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়—যা সম্ভাব্য ব্রেন ড্যামেজের কারণ হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার খাদ্যনালী ও কণ্ঠনালী এক করে লাইফসাপোর্ট দেওয়া হয়। এ সময় ইনফেকশন ছড়িয়ে পড়ে তার মস্তিষ্কে, এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।’

সম্পর্কিত নিবন্ধ