Samakal:
2025-07-08@15:15:54 GMT

মাধবপুরে বিএনপির কর্মীসভা

Published: 22nd, May 2025 GMT

মাধবপুরে বিএনপির কর্মীসভা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি সৈয়দ মো. ফয়সল।

তিনি বলেন, জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। তেলিয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত এই এলাকার লোকজন সবদিক থেকে অবহেলিত। আমাদের বড়ভাই সাবেক মন্ত্রী সৈয়দ মো.

কায়সার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে শাহপুর রেলস্টেশন উদ্বোধন করেছিলেন। আর এই স্টেশনকে ঘিরে শাহপুরে হাট বাজার গড়ে উঠেছে।

তিনি বলেন, এলাকার উন্নয়নে ও জনগণের সুখ-শান্তি সমৃদ্ধির জন্য আমরা সব সময় কাজ করছি। আপনাদের পাশে থাকলে নিজেকে যুবক অনুভব করি।

উপজেলা বিএনপির সহসভাপতি ও শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ফরাস উদ্দিন বাবুসহ স্থানীয় নেতারা।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় খেলাফত মজলিসের নেতাকর্মীরা গণসংযোগ চালিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, খেলাফত মজলিসের জামতলা শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ রিপন, ডনচেম্বার শাখা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান বিপ্লব,  প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ