গাজীপুরে পোশাকশ্রমিককে সংঘব্ধ ধর্ষণ, থানায় যেতে বাধা
Published: 23rd, May 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মস্থল থেকে ফেরার পথে এক নারী পোশাকশ্রমিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে ধামাচাপা এবং থানায় যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী শ্রীপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী জানান, গত মঙ্গলবার (২০ মে) রাত ১১টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার সময় তিন যুবক তার পথরোধ করেন। তারা মুখ চেপে ধরে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং সংঘবদ্ধ ধর্ষণ করে। অভিযুক্তরা চলে গেলে ওই নারী তার স্বামীকে ফোন করেন। তিনি গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন।
আরো পড়ুন:
পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট
শেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বুধবার (২১ মে) সকালে অভিযুক্তদের পরিবারের কাছে বিচার চাইলে তারা উল্টো হুমকি দেয়। তারা স্থানীয়ভাবে সালিশ বসিয়ে থানায় যেতে নিষেধ করেন ভুক্তভোগীর পরিবারকে।
ভুক্তভোগীর স্বামী বলেন, “আমরা ভয়ে ছিলাম। তারা বারবার হুমকি দিয়েছে, যাতে আমরা অভিযোগ না করি। আমি সাহস করে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার চাই।”
শ্রীপুর থানার ওসি মো.
ঢাকা/রফিক/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।
টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।
অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ