রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে আয়োজিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মো. জুয়েল নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত জুয়েলের আত্মীয় শাকিল বেপারী সমকালকে জানান, গত ১৫ মে থেকে বৃক্ষমেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। সেখানে শুক্রবার রাতে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনিসহ আশপাশে থাকা পাঁচজন আহত হন। অপর চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে বলে ধারণা করা হচ্ছে। সেটি বিস্ফোরিত হয়ে চার-পাঁচ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ককট ল ককট ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ