জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার চাঁদপুরের দক্ষিণ মতলব থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘আমি নিজ বাড়িতে ছিলাম। আমার বাড়ির পাশে কিছু লোক মাদক সেবন করছিল। তাদের নিষেধ করতে গিয়েছিলাম এমন কাজ যাতে তারা না করে। কথা বলার সময় তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়।’ 

এ বিষয়ে চাঁদপুর মতলব থানা (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ‘ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি। সেনাবাহিনী ও পুলিশের টিম হামলাকারী অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

তাজাম্মুল হক বলেন, ‘আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে বিষয় অভিযান চলছে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: স ব চ ছ স বক ল গ

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার