রোজার ঈদের পর পরই কুষ্টিয়ার পৌর শহরের কালিশংকরপুর এলাকায় তিন রুমে বাসা ভাড়া নেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মীর মহিউদ্দিনের তিনতলা বাড়ির নিচতলা ভাড়া নের তারা। ওই বাড়ির দোতলা ও তিনতলায় থাকেন ছাত্ররা।

আজ মঙ্গলবার ভোরে যৌথবাহিনীর একটি দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ওই বাসার নিচতলা থেকে সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে একটি কালো রঙের মাইক্রো বাসে তাদের নিয়ে যাওয়া হয়। 

জানা গেছে, বাড়ির মালিক মীর মহিউদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি মারা গেছেন। তিনতলা বাসার উপরের দুই তলায় মেস করে থাকেন কয়েকজন ছাত্র। ওই ছাত্রদের একজন ভাড়া তুলে বাড়ির মালিক মীর মহিউদ্দিনের স্বজনদের পাঠাতেন। তবে স্বজনরা এখানে আসতেন না।

রবিউল আলম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মীর মহিউদ্দিনের বাড়ির পাশের একটি বাড়িতে কয়েকজন ব্যবসায়ী ভাড়া থাকেন। তাদের মালামাল রাখার জন্য একটি বাসা দরকার, এ কথা বলে বাসা নেন তারা। পরে তাদের দু’জন গেস্ট ভাড়া নেওয়া বাসায় থাকবেন বলে জানান ওই ব্যবসায়ীরা।’ 

তিনি আরও বলেন, ‘আজ ভোরে যখন নামাজ আদায় করতে যাই, তখন পুরো এলাকা ঘিরে রেখেছিল সেনাবাহিনী। তারা সবাইকে যে যার অবস্থানে থাকবে বলে। কয়েক ঘণ্টা ধরে তারা তল্লাশি চালায়। একপর্যায়ে একটি কালো রঙের মাইক্রো আসে। সেখানে চারজনকে তোলা হয়। দু’জনের কাছে ব্যাগ ছিল। একজনের হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। অন্যজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।’

মেসের ভাড়া তোলার দায়িত্বে থাকা এক ছাত্র জানান, ‘পাশের বাসার ব্যবসায়ী হেলাল উদ্দিন ঘর ভাড়া নেওয়ার জন্য আসেন। এরপর হেলাল জানান, তার গেস্ট ওই বাসায় থাকবেন। এভাবে তারা বাসায় ওঠেন। ঘটনার পর হেলাল পলাতক আছেন। হেলালের বাড়িতে গেলে তার মা জানান, কেউ বাড়িতে নেই।’

মেসের ছাত্ররা জানান, ‘নিচতলায় কারা থাকতেন তা তারা জানতেন না। সুব্রত বাইনের মত একজন শীর্ষ সন্ত্রাসী দুই মাস তাদের সঙ্গে থাকলেও তারা কোনোভাবেই টের পাননি। তবে মোল্লা মাসুদকে না চিনলেও তিনি তিনবেলা বের হতেন বাড়ি থেকে। পাশের একটি বাড়ি থেকে খাবার আনতেন মোল্লা মাসুদ। তবে কখনো তিনি কারো সঙ্গে কথা বলতেন না।’ 

মেসের আরও এক শিক্ষার্থী বলেন, ‘পাশের বাসায় ভাড়া থাকেন এমন একজন ব্যক্তি ব্যবসার কাজের জন্য রুমটি ভাড়া নেন রোজার ঈদের পরে। দোতলা ও তিনতলায় ওঠার জন্য সিঁড়ি আছে। নিচতলায় আসা-যাওয়ার জন্য সামনেই একটি দরজা আছে। সেই দরজা তারা ব্যবহার করতেন। এ কারণে তাদের সঙ্গে দেখা হতো না।’

সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, গেটে তালা ঝুলছে। মেসের ছেলেরা কাউকে ঢুকতে দিচ্ছে না। পরে পরিচয় দিলে কথা বলতে রাজি হন। তাদের একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি বলেন, মীর মহিউদ্দিন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি বিএনপির রাজনীতি করতেন। কয়েক মাস আগে মারা গেছে। আমরা এ মেসে থাকি। নিজেরা ভাড়া তুলে মালিকের লোকজনকে বুঝিয়ে দেই। নিচতলায় নতুন ভাড়াটিয়া ওঠে কয়েক মাস আগে। 

নিচের তিনটি রুম ভাড়া নিয়ে থাকতেন সুব্রত ও মাসুদ। একটি রুমের দরজা আংশিক খোলা ছিল। ব্যবহৃত জিনিসপত্র ছড়ানো-ছেটানো ছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য ব যবস ত নতল ন চতল

এছাড়াও পড়ুন:

সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।

সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।

নির্বাচিতরা আগামী ২ বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স