রোজার ঈদের পর পরই কুষ্টিয়ার পৌর শহরের কালিশংকরপুর এলাকায় তিন রুমে বাসা ভাড়া নেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মীর মহিউদ্দিনের তিনতলা বাড়ির নিচতলা ভাড়া নের তারা। ওই বাড়ির দোতলা ও তিনতলায় থাকেন ছাত্ররা।

আজ মঙ্গলবার ভোরে যৌথবাহিনীর একটি দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ওই বাসার নিচতলা থেকে সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে একটি কালো রঙের মাইক্রো বাসে তাদের নিয়ে যাওয়া হয়। 

জানা গেছে, বাড়ির মালিক মীর মহিউদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি মারা গেছেন। তিনতলা বাসার উপরের দুই তলায় মেস করে থাকেন কয়েকজন ছাত্র। ওই ছাত্রদের একজন ভাড়া তুলে বাড়ির মালিক মীর মহিউদ্দিনের স্বজনদের পাঠাতেন। তবে স্বজনরা এখানে আসতেন না।

রবিউল আলম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মীর মহিউদ্দিনের বাড়ির পাশের একটি বাড়িতে কয়েকজন ব্যবসায়ী ভাড়া থাকেন। তাদের মালামাল রাখার জন্য একটি বাসা দরকার, এ কথা বলে বাসা নেন তারা। পরে তাদের দু’জন গেস্ট ভাড়া নেওয়া বাসায় থাকবেন বলে জানান ওই ব্যবসায়ীরা।’ 

তিনি আরও বলেন, ‘আজ ভোরে যখন নামাজ আদায় করতে যাই, তখন পুরো এলাকা ঘিরে রেখেছিল সেনাবাহিনী। তারা সবাইকে যে যার অবস্থানে থাকবে বলে। কয়েক ঘণ্টা ধরে তারা তল্লাশি চালায়। একপর্যায়ে একটি কালো রঙের মাইক্রো আসে। সেখানে চারজনকে তোলা হয়। দু’জনের কাছে ব্যাগ ছিল। একজনের হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। অন্যজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।’

মেসের ভাড়া তোলার দায়িত্বে থাকা এক ছাত্র জানান, ‘পাশের বাসার ব্যবসায়ী হেলাল উদ্দিন ঘর ভাড়া নেওয়ার জন্য আসেন। এরপর হেলাল জানান, তার গেস্ট ওই বাসায় থাকবেন। এভাবে তারা বাসায় ওঠেন। ঘটনার পর হেলাল পলাতক আছেন। হেলালের বাড়িতে গেলে তার মা জানান, কেউ বাড়িতে নেই।’

মেসের ছাত্ররা জানান, ‘নিচতলায় কারা থাকতেন তা তারা জানতেন না। সুব্রত বাইনের মত একজন শীর্ষ সন্ত্রাসী দুই মাস তাদের সঙ্গে থাকলেও তারা কোনোভাবেই টের পাননি। তবে মোল্লা মাসুদকে না চিনলেও তিনি তিনবেলা বের হতেন বাড়ি থেকে। পাশের একটি বাড়ি থেকে খাবার আনতেন মোল্লা মাসুদ। তবে কখনো তিনি কারো সঙ্গে কথা বলতেন না।’ 

মেসের আরও এক শিক্ষার্থী বলেন, ‘পাশের বাসায় ভাড়া থাকেন এমন একজন ব্যক্তি ব্যবসার কাজের জন্য রুমটি ভাড়া নেন রোজার ঈদের পরে। দোতলা ও তিনতলায় ওঠার জন্য সিঁড়ি আছে। নিচতলায় আসা-যাওয়ার জন্য সামনেই একটি দরজা আছে। সেই দরজা তারা ব্যবহার করতেন। এ কারণে তাদের সঙ্গে দেখা হতো না।’

সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, গেটে তালা ঝুলছে। মেসের ছেলেরা কাউকে ঢুকতে দিচ্ছে না। পরে পরিচয় দিলে কথা বলতে রাজি হন। তাদের একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি বলেন, মীর মহিউদ্দিন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি বিএনপির রাজনীতি করতেন। কয়েক মাস আগে মারা গেছে। আমরা এ মেসে থাকি। নিজেরা ভাড়া তুলে মালিকের লোকজনকে বুঝিয়ে দেই। নিচতলায় নতুন ভাড়াটিয়া ওঠে কয়েক মাস আগে। 

নিচের তিনটি রুম ভাড়া নিয়ে থাকতেন সুব্রত ও মাসুদ। একটি রুমের দরজা আংশিক খোলা ছিল। ব্যবহৃত জিনিসপত্র ছড়ানো-ছেটানো ছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য ব যবস ত নতল ন চতল

এছাড়াও পড়ুন:

কে এই সারা অর্জুন

রণবীর সিংয়ের বয়স পেরিয়েছে ৪০, আর ঠিক তখনই বলিউডের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর লুক টিজারে দেখা মিলল তাঁর বিপরীতে মাত্র ২০ বছর বয়সী এক নতুন মুখ। তিনি সারা অর্জুন। যদিও সারা বলিউডে একেবারে নতুন নন, কিন্তু রণবীরের মতো তারকা অভিনেতার বিপরীতে তাঁকে দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রশ্ন উঠেছে: কে এই সারা অর্জুন?

সারা অর্জুন মূলত দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে তিনি খুব অল্প বয়সেই জনপ্রিয়তা অর্জন করেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘দেইভা থিরুমাগল’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। ওই সিনেমায় বিক্রমের কন্যার চরিত্রে তাঁর নিপুণ অভিনয় নজর কাড়ে দর্শক-সমালোচক সবার। মাত্র ছয় বছর বয়সেই তিনি হয়ে ওঠেন দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম সম্ভাবনাময় শিশু তারকা।

পরবর্তী সময়ে তিনি কাজ করেন বেশ কিছু হিন্দি ও দক্ষিণী সিনেমায়। আমির খানের প্রযোজনায় নির্মিত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায়ও ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া ‘থালাইভি’ (জয়ললিতার বায়োপিক), ‘লাভ হোস্টেল’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘৪০৪’ নামে হিন্দি চলচ্চিত্রেও সারা অর্জুনের উপস্থিতি ছিল প্রশংসনীয়। বিজ্ঞাপন জগতেও সারা কাজ করেছেন নিয়মিত। বলা যায়, শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছে নিবিড়ভাবে।

সারার বাবা জয় অর্জুনও একজন অভিনেতা। পারিবারিকভাবেই তিনি অভিনয়ের জগতে এসেছেন এবং ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন। তবে ‘ধুরন্ধর’ ছবিটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক।

রণবীর সিংয়ের সঙ্গে সারার বয়সের পার্থক্য নিয়ে ইতোমধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। ২০ বছরের এই ব্যবধান অনেকের কাছেই অস্বস্তিকর ঠেকেছে। অনেকে বলছেন, বলিউডে এই বয়সের ফারাক যেন এখন নতুন কোনো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত ‘সিকান্দার’ ছবিতেও দেখা গেছে একই চিত্র—সালমানের বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা, যিনি সালমানের চেয়ে ৩১ বছরের ছোট।

তবে ‘ধুরন্ধর’ নিয়ে নির্মাতারা ভিন্ন রকম প্রত্যাশা দেখিয়েছেন। এটি একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে উঠে আসবে ইতিহাসে অনুল্লিখিত কিছু গোপন নায়ক-গল্প। প্রযোজক সংস্থা জানিয়েছে, এই ছবির মূল উপজীব্য হবে সেই সব মানুষ, যাদের নাম ইতিহাসের পাতায় লেখা হয়নি, কিন্তু যাদের অবদান ছিল অপরিসীম। পরিচালক আদিত্য ধর বলেছেন, “এই ছবির প্রতিটি চরিত্রই বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি। আমরা সেসব নাম না জানা বীরদের গল্প বলার চেষ্টা করছি, যাঁদের রক্তে লেখা হয়েছে স্বাধীনতার ইতিহাস।”

ছবিতে সারার চরিত্রটি এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে তাঁকে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, সারার চরিত্রটি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘উরি’-খ্যাত পরিচালক আদিত্য ধর নির্মাণ করছেন ‘ধুরন্ধর’। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর। ছবিটি নিয়ে ইতোমধ্যে বলিউড অঙ্গনে বেশ হাইপ তৈরি হয়েছে। তবে দর্শকদের চোখ এখন সারার ওপর— দক্ষিণের সাবেক শিশু শিল্পী এবার কতটা মন জয় করতে পারেন বলিউডের পর্দায়, সেটাই দেখার বিষয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘৫ কোটি টাকা চাঁদা না পেয়ে’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি,আহত এক
  • সুপারম্যান ট্রাম্প
  • ব্যবসায়ী হত্যার শাস্তি দাবি জবি ছাত্রদলের
  • কীভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, পুরান ঢাকায় হত্যাকাণ্ড প্রসঙ্গে বাঁধন
  • পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মারধরে মার্কিন নাগরিক নিহত, তদন্তের দাবি
  • জামা-জুতাও নিয়ে গেল ছিনতাইকারীরা, ভিডিও ভাইরাল
  • প্রধান উপদেষ্টা নিয়োগে দুই প্রস্তাব
  • বৃষ্টির প্রেমে তিশা ও কিছু ছবি
  • ট্রাম্পের বিরুদ্ধে দুই কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খালিলের
  • কে এই সারা অর্জুন