খুব কাছে গিয়েও ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা হলো না হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। ২৪ মে শনিবার ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও সান্ডারল্যান্ডের কাছে হেরে যান হামজারা। ২-১ গোলের সেই হারে এখন চ্যাম্পিয়নশিপেই থেকে যেতে হচ্ছে শেফিল্ডকে। অন্যদিকে এই ম্যাচ জিতে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠে গেছে সান্ডারল্যান্ড।

শেষ মুহূর্তে দলের এমন ব্যর্থতা যেন মানতেই পারছেন না হামজা। সেই ম্যাচের তিন দিন পর আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজের যন্ত্রণার কথা তুলে ধরেছেন হামজা। হতাশায় বিমূঢ় হয়ে পড়া হামজা লিখেছেন, ‘এভাবে মৌসুমের সমাপ্তি ঘটাটা অত্যন্ত বেদনাদায়ক। গত কয়েক দিনে নিজের অনুভূতিগুলো প্রকাশের জন্য সঠিক শব্দ খুঁজে পাওয়াটা সহজ ছিল না। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের আরও অনেক বেশি প্রাপ্য ছিল, হয়তো ভাগ্যে তা লেখা ছিল না।’

মৌসুমজুড়ে চেষ্টা করেও শেষ ধাপটি পেরোতে না পারার হতাশা থাকলেও দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিতে ভোলেননি হামজা, ‘আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে—প্রধান কোচ ও তাঁর সহকারী কোচিং স্টাফ, আমার সব সতীর্থ এবং প্রতিটি ভক্তকে, যাঁরা আমার সময়টাকে এতটা স্মরণীয় ও বিশেষ করে তুলেছেন।’

আরও পড়ুনএমবাপ্পের সাতে সাত, সামনে শুধু মেসি আর লেভা৩ ঘণ্টা আগে

ক্লাব ও ভক্তদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে হামজা আরও যোগ করেন, ‘এই অসাধারণ ক্লাবের হয়ে খেলতে পারা এবং এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য এক অনন্য সম্মানের বিষয়। আমি সত্যিই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এই ক্লাব, এর ঐতিহ্য ও ভক্তদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।’

ম্যাচ শেষে হতাশ হামজার সতীর্থেরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ