টঙ্গীতে কারখানায় ককটেল বিস্ফোরণের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার
Published: 29th, May 2025 GMT
গাজীপুর মহানগরীর টঙ্গীতে শিল্পকারখানায় ককটেল বিস্ফোরণের অভিযোগে হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইশহাক (২৬) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পশ্চিম এলাকার আহ্বায়ক।
থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর টঙ্গীর শিল্প এলাকার সেটাং টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক স্ক্র্যাপ–বিষয়ক সমস্যা নিয়ে ২৩ মে অস্থিরতা সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। পরে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তাৎক্ষণিক যৌথ বাহিনী অভিযান শুরু করে। যৌথ বাহিনী বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পশ্চিমের আহ্বায়ক মো.
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইশহাককে যৌথ বাহিনী আটক করে থানা–পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫