প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে জিডি করলেন আবরার ফাহাদের ভাই
Published: 31st, May 2025 GMT
অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাইয়াজ। তিনি ছাত্রলীগ নেতা–কর্মীদের হাতে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই।
শুক্রবার বিকেলে করা জিডিতে তিনি ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দুজনের নাম উল্লেখ করেছেন।
জিডিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের সময়ের বিচারের বিষয়ে গত ২৭ মে ফেসবুকে একটি পোস্ট দেন আবরার ফাইয়াজ। পরদিন তিনি দেখেন, দৈনিক বার্তা বাজারের অনলাইন সংস্করণে সেই পোস্ট ছাপা হয়েছে। নিউজটির লিঙ্ক শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিম।’
তিনি ক্যাপশনে লেখেন– ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন মন্তব্য করেন, ‘ভাই গেছে যে পথে সে–ও’। সেই মন্তব্য ঘিরে অনলাইনে আবরার ফাহাদ ও তাঁর পরিবারকে নিয়ে নানা কুৎসিত ও হুমকিসূচক মন্তব্য ছড়াতে থাকে। এই মন্তব্য তাঁকে ও তাঁর পরিবারকে সরাসরি হুমকি দেওয়ার শামিল এবং এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবর র ফ হ দ
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ইলিয়াস হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে সরওয়ার জাহানকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।
অপরদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর জামিন আবেদিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি আ ক ম সরওয়ার জাহান ও তাঁর স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। তাঁদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছে দুদক।