জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক নয়। এ নিয়ে আলোচনার কমতি নেই। পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই, তার আগে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের কাছে হারের ধাক্কা এখনও ভোলেনি সমর্থকরা। এমন সময়ে নতুন দায়িত্ব পাওয়া বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানালেন, সমালোচনার চেয়ে এখন জরুরি খেলোয়াড়দের উজ্জীবিত করা।

সমকালের সঙ্গে আলাপে বুলবুল বলেন, ‘পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরম্যান্স মূল্যায়নের কাজ করব। খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা তিন ফরম্যাটেই খেলি, সব জায়গাতেই উন্নতির চেষ্টা থাকবে।’

জাতীয় দলের পারফরম্যান্সের ওঠানামা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি দলের পারফরম্যান্স কখনও উপরে ওঠে, কখনও নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণ কী। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ২০২৬ সালে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা কী? এমন প্রশ্নে বুলবুল জানালেন, ‘আমরা চেষ্টা করব অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে সেটা সম্ভব হবে দল গোছানো গেলে। আপনি দেখেছেন, আমরা আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানের কাছেও হেরেছি। এমন অবস্থায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সময় উজ্জীবিত হওয়ার।’

তবে ক্রিকেট বোর্ডের সভাপতির ভূমিকায় থেকে সরাসরি টিম ম্যানেজমেন্টে হস্তক্ষেপ করতে চান না বলেও জানিয়েছেন বুলবুল। বলেন, ‘আমি সভাপতির জায়গা থেকে সরাসরি হস্তক্ষেপ করব না। আমাদের ক্রিকেট অপারেশনসের প্রধান সহসভাপতি আছেন নাজমুল আবেদীন ফাহিম ভাই। তার মাধ্যমেই কাজ করতে চাই।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রফরম য ন স

এছাড়াও পড়ুন:

৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা

টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।

১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।

আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫

হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।

প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি

সম্পর্কিত নিবন্ধ

  • কর্মীদের মতের মূল্য নাই, জিএম কা‌দের দল চালান স্ত্রীর কথায় 
  • ব্রেন হ্যাক: স্বাভাবিক হওয়ার পাঁচ উপায় জেনে নিন
  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা