জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে রাসেল আহমেদকে প্রধান সমন্বয়কারী, মেহরাব সিফাতকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে দোহার, নবাবগঞ্জ, সাভার, ধামরাই, কেরানীগঞ্জ ও আশুলিয়ার নেতাদের সদস্য করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটির প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদের গ্রামের বাড়ি দোহার উপজেলার জয়পাড়া এলাকায়। এ ছাড়া যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাতের বাড়ি সাভার উপজেলায়।

এ বিষয়ে রাসেল আহমেদ বলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ে কাজ করতে সবাইকে নিয়ে শিগগিরই টিমওয়ারি সফর শুরু করা হবে। সমাজের সব ধরনের বৈষম্য দূর করে রাজনীতিকে জনগণের আস্থার জায়গায় আনতে এনসিপি কাজ করছে।

আরও পড়ুনঢাকা জেলা-মহানগর দক্ষিণ ও পঞ্চগড়ের ৪ উপজেলায় এনসিপির সমন্বয় কমিটি১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমন বয়ক র

এছাড়াও পড়ুন:

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

সম্পর্কিত নিবন্ধ