বাইরের একটি আগ্রাসী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বাইরের যে আগ্রাসী শক্তি বাংলাদেশকে মুখের গ্রাসে পরিণত চায়, তাদের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূস হলেন গলার কাঁটা। তিনি যত দ্রুত চলে যাবেন, তত তাদের জন্য স্বস্তির বিষয়।

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে সংকট আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ–উৎকণ্ঠা আছে তা স্পষ্ট করতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

সংস্কারের বিষয়ে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘আগে সংস্কারের বিষয়টা সুস্পষ্টভাবে সামনে আসতে হবে। সংস্কারের আগে নির্বাচনের তারিখ ঘোষণা হলে পরিবেশ আরও ঘোলা হবে, এটা আমাদের আশঙ্কা। এ আশঙ্কার কথা (প্রধান উপদেষ্টাকে) বলেছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ