ঈদ আয়োজনে এবার বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। ‘মিথ্যে প্রেমের গল্প’ নাটকে তাঁকে দেখা যাবে ব্যতিক্রমী এক চরিত্রে। সম্প্রতি নাটকটির দৃশধারণ শেষ করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এতে নেহার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদ আয়োজনে নাটকটি দেখা যাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে। নাটকের গল্পে জোভান নেহাকে পছন্দ করে। নেহা তা অস্বীকার করে। এক ঘটনায় জেল খাটে জোভান। এভাবে এগিয়ে যায় গল্প। 

নাটকে অভিনয় প্রসঙ্গে নেহা বলেন, অসাধারণ গল্পের নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। এ নাটকে দর্শক জোভান ভাইয়ের সঙ্গে আমার নতুন প্রেমের রসায়ন দেখতে পাবেন। কাজটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আমি চাই দর্শক নাটকটি পর্দায় দেখুক। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে। নাটকটি নিয়ে আশাবাদের কথা শোনান জোভানও। এদিকে একই নির্মাতার ‘মায়াবতী’ নাটকে দেখা যাবে নিহাকে। এতেও তাঁর সহশিল্পী জোভান। এটি প্রকাশ হবে ১০ জুন এসবিই ইউটিউব চ্যানেলে। 

গত ঈদেও নিহা অভিনীত ‘মন দিওয়ানা’ ছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে। হাসিব হোসাইন রাখির পরিচালনায় এতে তিনি জুটি বেঁধেছিলেন তৌসিফ মাহবুবের সঙ্গে। এবার এ জুটিকে নিয়েই একই নির্মাতা নির্মাণ করলেন ‘মন মঞ্জিল’ নামে আরও একটি নাটক। শুটিং হয়েছে রাজশাহীতে। 

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমার অভিনীত প্রত্যেকটি নাটক আমার কাছে ভালোবাসার। কিন্তু এরপরও কিছু নাটক থাকে যা একটু বেশিই পছন্দের হয়। এটিও তেমন একটি। গত ঈদের মন দিওয়ানা যারা পছন্দ করেছেন, তাদের জন্যই মন মঞ্জিল। এটির শুটিং করতে গিয়ে আনন্দের সঙ্গে অনেক কষ্টের অভিজ্ঞতাও রয়েছে। সব কষ্ট দূর হবে যদি নাটকটি দর্শক পছন্দ করেন।’ 
এছাড়া এবারের ঈদে নিজের অভিনীত একাধিক নাটক প্রচার হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এরমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন জন ন ন হ অভ ন ত র কর ছ ন পছন দ ন টকট

এছাড়াও পড়ুন:

রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে

চলতি বছরের শুরুতে ৪০ পেরিয়ে গিয়েছেন। কিন্তু তার পা যেন বয়সকে পাত্তাই দেয় না। ফুটবল মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি মানেই উত্তেজনা, প্রত্যাশা আর গোলের গন্ধ। এবারও তার ব্যতিক্রম হলো না। এক প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে দারুণ এক গোল করে দলকে জয় এনে দিলেন পর্তুগিজ তারকা।

অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় অনুষ্ঠিত এই গ্রীষ্মকালীন ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল সৌদি ক্লাব আল-নাসর। ম্যাচের ২৫তম মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। কারণ, মাঠে ছিলেন রোনালদো।

৮ মিনিট পরই পাল্টা জবাব দেন আল-নাসরের ফরোয়ার্ড ওয়েসলি। প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে তার পাস পেয়ে বল জালে জড়ান রোনালদো, দারুণ এক ওয়ান টাচ ফিনিশে। সমতায় ফেরার পর আল-নাসরের খেলায় আসে নতুন ছন্দ।

আরো পড়ুন:

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ তৈরি করেন রোনালদো। একটি সুযোগ তো প্রায় নিশ্চিত গোল হয়ে যেত, যদি না জোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ায় সামান্য ভুল হতো। বাঁ দিক থেকে আসা ক্রসটিতে দুজনই একসঙ্গে পা লাগাতে গিয়ে গোলটা মিস করেন।

তবে ম্যাচে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। একাধিকবার দূরপাল্লার শটে তুলুজ গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে তোলেন। শুধু গোলই নয়, তার দৌড়, পাস, আর শারীরিক ভাষা বুঝিয়ে দিচ্ছিল; তিনি থামার মতো কেউ নন।

৭৬তম মিনিটে মোহাম্মদ মারান দুর্দান্ত এক হেডে আল-নাসরের জয় নিশ্চিত করেন। নাওয়াফ বুশালের দুর্দান্ত ক্রসে ভেসে ওঠা হেডটি সোজা গোললাইনের ভেতর গিয়ে জড়ায়।

ম্যাচ শেষে রোনালদো ফেসবুকে নিজের ‘সিউ’ উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, “এই ক্ষুধা কখনোই শেষ হবে না। আমরা কেবল শুরু করেছি।” তার এই বার্তা যেন একধরনের হুঙ্কার, এক নতুন লড়াইয়ের ইঙ্গিত।

আল-নাসরে যোগ দেওয়ার পর বড় কোনো শিরোপা জেতা না গেলেও রোনালদো থেমে থাকেননি। গত মৌসুমে সব মিলিয়ে ৩৫টি গোল করেছেন ক্লাবটির হয়ে। এবার নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে থাকছেন। লক্ষ্য এবার আরও বড়; ট্রফি জয় এবং ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা।

আল-নাসরের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী ১০ আগস্ট, স্পেনের পাওয়ার হর্স স্টেডিয়ামে লা লিগার ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। আর মৌসুমের প্রথম বড় লড়াই শুরু ১৯ আগস্ট, সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে। সেই লড়াইয়ের আগে রোনালদোর এই বার্তা একটাই— তাকে এখনো অনেক কিছু জিততে হবে!

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ