খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ অস্ত্রসহ পাইমং মারমা (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার ওয়াকছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাইমং মারমা ওই এলাকার থোইয়াং প্রু মারমার ছেলে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল (মিয়ানমারের তৈরি), ছয় রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ ও ভারতীয় রুপি জব্দ করা হয়। পরবর্তীতে তাকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘‘এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি ইউপিডিএফ মূল দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।’’
আরো পড়ুন:
ঈদে নানার বাড়ি বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু
দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত
মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো.
ঢাকা/রূপায়ন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।