খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ অস্ত্রসহ পাইমং মারমা (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার ওয়াকছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাইমং মারমা ওই এলাকার থোইয়াং প্রু মারমার ছেলে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল (মিয়ানমারের তৈরি), ছয় রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ ও ভারতীয় রুপি জব্দ করা হয়। পরবর্তীতে তাকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘‘এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি ইউপিডিএফ মূল দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।’’
আরো পড়ুন:
ঈদে নানার বাড়ি বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু
দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত
মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো.
ঢাকা/রূপায়ন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে