কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলা শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে ভূঁইয়া বাড়ি বংশের সঙ্গে সালাম মেম্বার বাড়ি বংশের মধ্যে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনূর রসিদ।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, মাসুদ মিয়া (৩০), শাকিল মিয়া (২৫), রুমান মিয়া (৩৩), এমাদ হোসেন (৬০), জিহাদ মিয়া (২৫), শাহবুদ্দিন মিয়া (২৮), আরিফ মিয়া (২২), রুবেল হোসেন (৩০), আব্দুর রসিদ (৫৫), জিবন মিয়া (২০), মাসুম মিয়া (২৪), রিয়াদ মিয়া (১৮), হান্নান মিয়া (২০), হুমায়ুন কবির (২৬), শফিকুল ইসলাম (৩৫), অনন্ত মিয়া (১৬), শাহিন মিয়া (১৭), বিল্লাল মিয়া (৩৫)।

এদের মধ্যে এমাদ মিয়ার অবস্থার অবনতি থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিল্লাল মিয়া, আরিফ মিয়া ও জিহাদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওম্মে হাবীবা জুঁই বলেন, জাফরনগর গ্রামের সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আহত ১৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাদের মধ্যে ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকেই ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন।

ভূঁইয়া বাড়ি বংশের রিয়াদ মিয়া বলেন, ঈদের দুইদিন আগে আমাদের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সঙ্গে ফুটবল খেলা ছিল। এসময় আমরা মাঠে খেলতে গেলে সালাম মেম্বারের বাড়ির যুবকেরা মাঠে খেলতে বাধা দেয়। তখন তাদের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা হয়। পরে আমরা বাড়ি চলে আসি। এরপর থেকে আমাদের দেখলেই সালাম মেম্বারের বাড়ির বংশের যুবকেরা গালিগালাজ করে। একই ঘটনার জের ধরে ১০ জুন বিকেলে ইচ্ছে করে আমাদের বাড়ির এক যুবককে সালাম মেম্বারের বাড়ির এক যুবক মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে ওই যুবককে জিজ্ঞাসা করতে গেলে বাকবিতণ্ডা হয়। বিষয়টি পরে সংঘর্ষে রূপ নেয়। আমাদের বাড়ির প্রায় পনেরো জনের মতো নারী পুরুষ আহত হয়েছে। একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

এ বিষয়ে সালাম মেম্বারের বাড়ির জিহাদ মিয়া বলেন, খেলার মাঠ দখল নিয়ে সপ্তাহখানেক আগে বাচ্চা ছেলেদের মধ্যে ঝগড়া হয়। ১০ জুন আমাদের বাড়ির ইয়ামিন নামে একজনের মোটরসাইকেলের চাবি রেখে দিয়ে ভূঁইয়া বাড়ির যুবকেরা গালিগালাজ করে ও হুমকি দেয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়। আমাদের বংশের প্রায় ১৫ জন নারী পুরুষ আহত হয়েছে। 

শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনূর রসিদ বলেন, আমি ভৈরব শহরে ছিলাম। ঝগড়ার খবর পেয়ে স্থানীয়দের তা থামাতে বলি। উভয় পক্ষের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি শান্ত করি। পরে রাতে হাসপাতালে ছুটে আসি। উভয় পক্ষের ১৭ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সার্বিক বিষয় তদারকি করছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি মীমাংসা করবো।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, জাফরনগর গ্রামের সংঘর্ষে বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জেনেছি। আমি সংঘর্ষের বিষয়টি খোঁজ নেবো। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ আহত স ব স থ য কমপ ল ক স আম দ র ব স ঘর ষ ব ষয়ট উপজ ল

এছাড়াও পড়ুন:

আবারও শুরু হচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট’

গেল বছর দেশব্যাপী কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। দেশব্যাপী কনসার্ট আয়োজনের লক্ষ্য থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দু’টি কনসার্ট আয়োজন করেই থমকে যেতে হয় তাদের। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও নতুন আয়োজনে শুরু হতে যাচ্ছে এ কনসার্ট।

আগামী শুক্রবার রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে এন্ড আর্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের প্রথম কনসার্টটি।

কনসার্টে পারফর্ম করবে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনী, এ সময়ের জনপ্রিয় হেভি মেটাল ব্যন্ড মেকানিক্স। আরও থাকছে বাংলাদেশের প্রথম আদিবাসী নারীদের ব্যান্ড এফ মাইনর। এছাড়াও পারফর্ম করবেন রক ও থ্রাসমেটাল গায়ক কেএইচএন।

বৈষ্টমী জানায়, পরবর্তী কনসার্টটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই। এদিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে, তা চমক হিসেবেই রাখতে চান তারা।

এর আগে এ আয়োজনে পারফর্ম করে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান এর নতুন ব্যান্ড এমএনএম, আর্ক, বাংলা ফাইভ, হাইওয়ে। বৈষ্টমী’র প্রতিটি কনসার্টেই পারফর্ম করছেন হার্ড রক গায়ক কেএইচএন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, ইতিমধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। বিকেল পাঁটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত দশটা পর্যন্ত। টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরক এর ওয়েবসাইটে। তাছাড়া ভেন্যুতেও টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শক।

এছাড়া কনসার্ট উপভোগের পাশাপাশি পছন্দের খাবারও খেতে পারবেন শ্রোতারা। টিকিট মুল্য- ৫০০ টাকা (২০০ জন), ৭০০ টাকা (১০০ জন ও সাথে জুস পানের সুবিধা) ১২৫০ টাকা (৫০টি আসন ও নৈশ আহার) ২৫০০ টাকা (৫০টি আসন ও মিনি বুফেই ডিনার)।

সম্পর্কিত নিবন্ধ