চকরিয়ায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতি, মাছ লুট
Published: 11th, June 2025 GMT
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনের রামপুর মৌজায় অবস্থিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ৩০০ একরের একটি ঘেরে ডাকাতি হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে খামারের তিন কর্মচারী আহত হন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত কর্মচারীরা হলেন মোজাম্মেল হক, নাসির উদ্দিন ও মো. মিজান। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানান খামারের লোকজন।
প্রসঙ্গত, গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ পরিবারের একটি প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনের ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামারে ঢোকেন। এ সময় খামারের কর্মচারীদের জিম্মি করে হিমাগার থেকে ৫০ হাজার টাকার প্যাকেটজাত মাছ, কর্মচারীদের দুটি মুঠোফোন ও ছয়টি টর্চলাইট লুট করেন সশস্ত্র ব্যক্তিরা। মাছ ও মালামাল লুটে বাধা দিলে কর্মচারীদের মারধর করা হয়। এতে তিনজন কর্মচারী আহত হন। উৎপল কান্তি আরও বলেন, সশস্ত্র ব্যক্তিদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর খামারের ব্যবস্থাপক পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিলেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫