Samakal:
2025-09-18@01:56:33 GMT

ব্রাউজার থেকে তথ্য বেহাত

Published: 12th, June 2025 GMT

ব্রাউজার থেকে তথ্য বেহাত

ইনস্টাগ্রাম, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কাছে প্রতিনিয়ত সংরক্ষিত হচ্ছে ব্রাউজার হিস্ট্রি। ইন্টারনেটে যা খুঁজছেন, তা সহজেই জেনে যায় সোশ্যাল মিডিয়ার সব ধরনের মাধ্যম। কীভাবে তা আটকানো যায়, তা হয়তো অনেকেই চর্চা করেন না। এমন প্রয়োজনে মেটা বিশেষ অপশন উন্মোচন করেছে, যার মাধ্যমে গ্রাহক ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ রাখতে পারবেন। কীভাবে তা করবেন, তা জেনে নিতে পারেন। ইন্টারনেটে হঠাৎ পছন্দের কোনো পণ্যের ছবি নজরে পড়ল। কিনবেন না হয়তো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতেই দেখতে পাবেন ওই ব্র্যান্ডের জুতা আর জামা।

শুধু তাই নয়; পরপর ওই সংশ্লিষ্ট কোম্পানির পণ্য আসবে স্ক্রিনে। প্রায় সবাই বিরক্ত হয়ে বিজ্ঞাপন দেখতে একরকম বাধ্যই থাকেন। আগ্রহী ভোক্তার সব ধরনের ইন্টারনেট অ্যাক্টিভিটি জেনে যায় সব সোশ্যাল মিডিয়া। চাইলে তা আটকানো সম্ভব। বিজ্ঞাপনের অযাচিত জ্বালাতন বন্ধে ফিচার ডেভেলপ করেছে মেটা। মূলত প্রাইভেসি সেটিং 
বন্ধ করলে ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি বা ঠিক কী করছেন, তা আড়ালে চলে যাবে। শুধু তাই নয়; নির্দিষ্ট কোন কোম্পানি মেটাকে ব্রাউজারের তথ্য পাঠাচ্ছে, তা জানা যাবে।

অ্যাক্টিভিটি বন্ধের প্রয়োজনে যা করবেন

ইনস্টাগ্রাম অ্যাপে লগইন করে প্রোফাইল সেকশনে থ্রি লাইন ডটে ক্লিক। তারপর সেটিং ও প্রাইভেসি অপশনে ট্যাপ। সেখানে অ্যাকাউন্টস অপশন > অপশন ইনফরমেশন অ্যান্ড পারমিশন সেটিংসে যেতে হবে। এবারে ইয়োর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজিস অপশনে দেখা যাবে সদ্যই কোন কোন সাইটে ঢুঁ দিয়েছেন আপনি। রিসেন্ট অ্যাক্টিভিটি অপশনে জানা যাবে সুবিস্তারিত তথ্য। এখানে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করলেই ইনস্টাগ্রামে নিজের অ্যাক্টিভিটি বিষয়ক তথ্য সুরক্ষিত হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯০ দশকের মতো করে শাড়ি পরার ছবি পোস্ট করছেন নেটিজেনরা। এআই টুল দিয়ে শাড়ি পরা ছবি নিজের মনের মতো সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে এসব ছবি। গুগলের জেমিনি টুল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দিয়ে সহজেই তৈরি করা যাচ্ছে ছবি। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের প্রফেশনাল আইডি আছে, তারা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এ ছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও পছন্দ করেছেন এই ট্রেন্ড। বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।  

আরো পড়ুন:

পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

নিজের প্রতি সদয় কেন হতে হবে?

কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি?

প্রথম ধাপ
শুরুতে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এজন্য আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।

দ্বিতীয় ধাপ
‘ছবি সম্পাদনা’ অপশনে গিয়ে Gemini-এর হোমপেজে যান। এবার আপনি Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবং আপনি একটা ছোট বানানা আইকন দেখতে পাবেন—যেটা এই ট্রেন্ডের ইঙ্গিত!

তৃতীয় ধাপ
মোবাইল বা কম্পিউটার থেকে নিজের ছবি আপলোড করে নিন। চেষ্টা করুন যেন মুখটা পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিকে তাকানো বা হালকা হাসিমুখে ছবি হলে সম্পাদনা ভালো হবে।

চতুর্থ ধাপ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির সঠিক বর্ণনা দেওয়া বা  সঠিক প্রম্পট দেওয়া।  আপনি এআই-কে যেভাবে বলবেন, ছবিটা সেই অনুযায়ী বানাবে। চাইলে আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করেও লিখতে পারেন।

শেষ ধাপ
বর্ণনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি