কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ: বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
Published: 12th, June 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বুধবার বেলা ১১টা শহরের নলডাঙ্গা সড়কে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের গত নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু। লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনে জামাল ইউনিয়ন বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি নেয়। বিএনপির ওই অনুষ্ঠান পণ্ড করতে স্থানীয় আওয়ামী লীগ ও চরমপন্থি নেতা নজরুল মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও জামায়াত অনুসারী ইউনুচ আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ২০০ থেকে ৩০০ সন্ত্রাসী এলাকায় মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করে। এর জেরে গত ১ জুন জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া পারখালকুলা গ্রামে এলাকাবাসীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের দ্বারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়ে বিএনপি নেতারা একাধিকবার থানা পুলিশকে অবহিত করেছেন। কিন্তু পুলিশ তাদের অভিযোগ আমলে না নেওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনা তদন্তের মাথ্যমে বিচারের দাবি জানান বিএনপি নেতা ইলিয়াস রহমান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চারবারের ইউপি চেয়ারম্যান ডা.
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সাইদুল, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, অহেদ লস্কার, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলী জিন্নাহ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ ব এনপ ব এনপ র ল ইসল ম স ঘর ষ রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস