ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 

বুধবার বেলা ১১টা শহরের নলডাঙ্গা সড়কে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের গত নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ  সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু। লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ মে  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনে জামাল ইউনিয়ন বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি নেয়। বিএনপির ওই অনুষ্ঠান পণ্ড করতে স্থানীয় আওয়ামী লীগ ও চরমপন্থি নেতা নজরুল মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও জামায়াত অনুসারী ইউনুচ আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ২০০ থেকে ৩০০ সন্ত্রাসী এলাকায় মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করে। এর জেরে গত ১ জুন জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া পারখালকুলা গ্রামে এলাকাবাসীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।  সন্ত্রাসীদের দ্বারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়ে বিএনপি নেতারা একাধিকবার থানা পুলিশকে অবহিত করেছেন। কিন্তু পুলিশ তাদের অভিযোগ আমলে না নেওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনা তদন্তের মাথ্যমে বিচারের দাবি জানান বিএনপি নেতা ইলিয়াস রহমান।     

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চারবারের ইউপি চেয়ারম্যান ডা.

নুরুল ইসলামের নামে থানায় একটি মিথ্যা মামলা করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সাইদুল, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, অহেদ লস্কার, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলী জিন্নাহ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ন ইদহ ব এনপ ব এনপ র ল ইসল ম স ঘর ষ রহম ন উপজ ল

এছাড়াও পড়ুন:

সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি

সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’

অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ