বলিউডে কোনো ‘গডফাদার’ ছাড়া নিজের দমে নিজের ক্যারিয়ার গড়ছেন সৌন্দর্য শর্মা। ‘রাঁচি ডায়েরিজ’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। আর ‘রক্তাঞ্চল ২’ সিরিজে সবার নজর কাড়েন। এরপর ‘বিগ বস ১৬’-এর হাত ধরে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। আর এখন ‘হাউসফুল ৫’-এর মতো ছবির অংশ হতে পেরে দারুণ খুশি এই নবাগত নায়িকা।
সৌন্দর্যের মতে, এ ছবি তাঁর জীবনে অনেক বড় আশীর্বাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার মতো নতুন শিল্পীদের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কিছু হতে পারত না। এখানে আমার প্রতিভাকে মেলে ধরার সোনালি সুযোগ ছিল। আসলে আমার মতো বহিরাগতদের ভেতরে অভিনয়ের ক্ষুধা ভরপুর, আমরা অপেক্ষা করি কখন একটা সুযোগ পাব। এই সুযোগ দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। নির্মাতা আমার প্রতি আস্থা রেখেছেন, সে জন্য ধন্যবাদ জানাই।’
সৌন্দর্য শর্মা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন দর য
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//