মতলবে যৌথবাহিনীর হাতে কিশোর গাংয়ের ৫ সদস্য আটক, উদ্ধার দেশীয় অস্ত্র
Published: 14th, June 2025 GMT
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবরা রাতে তাদের আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি এন্টি কাটার, একটি কাঁচি ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটক পাঁচজন হলেন- আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৪), ফরহাদ তালুকদার (১৮), শান্ত বেপারী (১৭) ও সবুজ মিজী (১৮)। তাদের সবার বাড়ি মতলব উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে।
জানা গেছে, আটক হওয়া আব্দুস সালামের বিরুদ্ধে মারামারি, ইভটিজিংসহ নানা অভিযোগ রয়েছে। ওই এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন আব্দুস সালাম। তিনি ঘোড়াধারী গ্রামের আবুল খায়েরের ছেলে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের পাঁচজনকে আটক কর হয়। এর মধ্যে গ্যাং নেতা সালামের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। আজ শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’
ঢাকা/অমরেশ/রাজীব