ফিফা ক্লাব বিশ্বকাপ। আগেও এই নামই ছিল টুর্নামেন্টের। প্রতি বছরই মহাদেশীয় চ্যাম্পিয়নরা মাঠে নামত বিশ্বজয় করতে। তবে বার্ষিক সেই টুর্নামেন্টকে বিশ্বকাপ বলতে কেমন জানি লাগত! সেটি দেখেই কিনা ফিফা সত্যিকারের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিল। দলের সংখ্যা বাড়িয়ে করা হলো ৩২। টুর্নামেন্টও এখন থেকে প্রতি বছর হবে না। বর্ধিত কলেবরের নতুন সংস্করণের সেই বিশ্বকাপের পর্দা উঠবে আজ বাংলাদেশ সময় সকাল ৬টায়। মায়ামিতে লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির। আজ শুরু টুর্নামেন্টের ফাইনাল ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।কোথায় দেখবেনwww.

dazn.com —এই ওয়েবসাইটে বিনা মূল্যে দেখা যাবে সব ম্যাচ। অ্যাপ স্টোর থেকে ডিএজেডএন অ্যাপ নামিয়েও দেখা যাবে খেলা।কোন গ্রুপে কারা‘এ’: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
‘বি’: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
‘ডি’: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
‘ই’: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
‘এফ’: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
‘জি’: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গআরও পড়ুনকোমল পানীয় বিক্রয় কর্মীসহ নানা পেশার লোক নিয়ে গড়া ক্লাব বিশ্বকাপের এই দলটি২ ঘণ্টা আগেগ্রুপ পর্বের সূচিআরও পড়ুনবার্সেলোনা ও লিভারপুল কেন নেই ক্লাব বিশ্বকাপে০৬ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ