তাণ্ডব’ সিনেমা পাইরেসিতে তিনজন গ্রেপ্তার, তদন্তে নেমেছে ডিবি
Published: 18th, June 2025 GMT
শাকিব খান ও সাবিলা নূর অভিনীত ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত এই ছবিকে ঘিরে মাল্টিপ্লেক্সগুলোতে এখনো দর্শকের ভিড় লেগে আছে। এরই মধ্যে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির সম্পূর্ণ এইচডি কপি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই কপিরাইট আইনে বনানী থানায় মামলা করেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। মামলার পর তদন্তে নামে পুলিশ এবং সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে।
বুধবার (১৯ জুন) দুপুর পৌনে ১২টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন:
টিপু সুলতান (৩৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।
সাদি সাদ, ময়মনসিংহ জেলা থেকে গ্রেপ্তার।
সাজেদুল ইসলাম, সাভার থেকে গ্রেপ্তার।
ডিবি সূত্রে জানা গেছে, মূলত টিপু সুলতান ছিলেন এই পাইরেসি চক্রের অন্যতম হোতা। তিনি বেআইনিভাবে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি সংগ্রহ করে তা অনলাইনে ছড়িয়ে দেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর মাইজদী শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, “টিপু সুলতান প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাইরেসির দায় স্বীকার করেছে। বর্তমানে তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। বনানী থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ডিবি আরও জানায়, গ্রেপ্তার হওয়া সাদি সাদ ও সাজেদুল ইসলামের সঙ্গে কিছু প্রেক্ষাগৃহের যোগাযোগ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিভাবে সিনেমার এইচডি কপি বাইরে ছড়িয়ে পড়ল, কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতেই তদন্ত চলছে।
সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে, যার শিকড় দেশের কিছু হলে গিয়েও ছড়িয়ে থাকতে পারে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে
ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।
নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।
ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।
ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।
সূত্র: টেক্লুসিভ