সাভারে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৫, দুজন সংকটাপন্ন
Published: 18th, June 2025 GMT
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় মণ্ডল মার্কেট–সংলগ্ন বাধিয়ারপাড়ে জুয়েল আহমেদের দোতলা আবাসিক ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন জাহানারা (৫০), জুয়েল (২২), জহুরুল ইসলাম (৩০), শান্ত (২১), ও হাওয়া আক্তার (২৩)।
আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে সকাল সাড়ে আটটার দিকে পাঁচজনকে আনা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। জাহানারা ও জহুরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। বাকি দুজনের অবস্থাও ভালো বলা যাচ্ছে না। তবে জুয়েলের অবস্থা গুরুতর নয়।
ওই ভবনের একাধিক ভাড়াটে জানান, আজ সকাল সাতটার দিকে নিচতলার একটি কক্ষ–সংলগ্ন রান্নাঘরে জহিরুল ইসলামের পরিবারের এক সদস্য রান্না করতে যান। এ সময় চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে গেলে ওই কক্ষে থাকা জাহানারা, জুয়েল, জহুরুল ইসলাম দগ্ধ হন। এ ছাড়া দেয়াল ভেঙে পাশের কক্ষের শান্ত ও হাওয়া আক্তার (২৩) দগ্ধ হন। পরে আগুন নিভিয়ে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
জহিরুলদের পাশের কক্ষের ভাড়াটে আরিফা বেগম বলেন, ‘বিস্ফোরণের পর আমি নিজেও পড়ে গেছিলাম। পরে আমার ভাই এসে আমাকে টেনে উঠাইছে। বাহিরে এসে দেখি থালা, বাটি পড়ে আছে। ওই ঘরের ভাড়াটেদের আশপাশের লোকজন উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়।’
জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, সকালে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ঘটে। এতে ভবনটির নিচতলার রান্নাঘরের দেয়াল পুরোটা ধসে গেছে। নিচতলার সিঁড়ির দুই পাশে দুটি ইউনিট রয়েছে। এক পাশের রান্নাঘরে বিস্ফোরণে অপর পাশের ইউনিটের কক্ষের জানালার কাচও ভেঙে গেছে। রান্নাঘরে ও পাশের কক্ষে থাকা লোকজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস স্টেশনটির জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু সায়েম মাসুম প্রথম আলোকে বলেন, সিলিন্ডার অক্ষত অবস্থায় পাশের একটি জায়গায় পড়ে ছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ন ন ঘর অবস থ ন চতল
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে