গত শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জনগণের জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনব্যবস্থা পরিবর্তনের সময় এসেছে।

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে পাহানির ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ স্বর্ণপাম জেতে। সে সিনেমাতেও ইরানের শাসনব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে পানাহি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইরান ও ইসরায়েল—উভয় পক্ষকে সামরিক হামলা বন্ধ এবং বেসামরিক মানুষ হত্যা থামাতে অবিলম্বে ও কার্যকর ব্যবস্থা নেয়।

স্বর্ণপাম হাতে জাফর পানাহি। এএফপি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ

এছাড়াও পড়ুন:

নালায় পড়ে নারীর মৃত্যু: দায়িত্বে অবহেলা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি চেয়ে রিট

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নালায় পড়ে ফারিয়া তাসনিম ওরফে জ্যোতি (৩২) নামের এক নারী নিখোঁজ হন। এর ৩৬ ঘণ্টা পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলার জন্য ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। পাশাপাশি ফারিয়া তাসনিমের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে রিটে।

‘ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ মিলল বিলে’ শিরোনামে ৩০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনা নিয়ে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল হাসান গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হিসেবে আজিমুদ্দিন পাটোয়ারী, ইয়াছিন আলফাজ ও নাদিম মাহমুদ রয়েছেন। রিটের ওপর হাইকোর্টে আগামী সপ্তাহে শুনানি হবে বলে আজ সোমবার জানান আইনজীবী আজিমুদ্দিন পাটোয়ারী। তিনি প্রথম আলোকে বলেন, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় রিটটি ছিল। বিষয়টি উত্থাপন করা হলে আদালত আগামী রোববার শুনানির জন্য রেখেছেন। ফারিয়ার মরদেহ উদ্ধার হলেও এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ওই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবেহেলা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

৩০ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাশপত্তি এলাকার শালিকচূড়া বিল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন। একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুনটঙ্গীতে নালায় পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩ দিন পর বিল থেকে উদ্ধার২৯ জুলাই ২০২৫

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নালার অংশে দীর্ঘদিন ধরে কোনো ঢাকনা ছিল না। ছিল না কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও। গত রোববার রাতে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ফারিয়া তাসনিম ওই খোলা নালায় পড়ে যান। পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। অবশেষে ২৯ জুলাই সকালে শালিকচূড়া বিলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ