রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’
Published: 19th, June 2025 GMT
রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের যশোরের চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। মঙ্গলবার বিকেলে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের ছবির নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ।
ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক। সিনেমাটি প্রযোজনা করেন ‘আদিম’খ্যাত নির্মাতা যুবরাজ শামীম।
উৎসবের ২১তম আসর শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর। পাঁচ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ৯ সেপ্টেম্বর। উৎসবটির শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ ছাড়া থাকছে সিরিয়া, রাশিয়া, ইরান, মিশর, কিরগিজস্তান, তুর্কির এবং চায়নাসহ বিভিন্ন দেশের মোট ১০ সিনেমা।
‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিকের প্রথম নির্মাণ। উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরের শুরুর সময়ে রাশিয়ান প্রজাতন্ত্র তাতারস্তানের রাজধানী কাজান শহরে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের পোস্টার শেয়ার করেছেন তিনি।
সিনেমাটির পটভূমি নিয়ে শাহরিয়ার আজাদ সৌমিক বলেন, আমার বেড়ে ওঠা যশোরের ঝিকরগাছা এলাকায়। এই সিনেমা শৈশবে ফেলে আসা একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতির সমষ্টি। সিনেমাটি রুপকথার আদলে নিজের শৈশবের একটা জাক্সটাপজিশন বলা যেতে পারে। সিনেমাটিতে যশোরের ল্যান্ডস্কেপ, সেখানের মানুষের জীবনযাত্রা এবং কমপ্লেক্স লেয়ার্ড ইমোশন তুলে আনা হয়েছে।
‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পি মানিক দাস। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এস কে শাহরিয়ার হাবীব এবং এম ডি শাহীন হোসেন।
সিনেমার অভিনেতাসহ সকল কলাকুশলী নবাগত। সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট এবং মিনিমালিস্টিক এপ্রোচে তোলা হয়েছে এই সিনেমা। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামস। পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা এবং সম্পাদনার কাজ করেছেন নির্মাতা নিজেই।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চলচ চ ত র উৎসব উৎসব র কর ছ ন
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি