কার্লোভি ভ্যারি উৎসবে বাংলাদেশের ‘বালুর নগরীতে’, সংস্কৃতি উপদেষ্টার শুভকামনা
Published: 19th, June 2025 GMT
বাংলাদেশি নির্মাতা মেহেদী হাসান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুর নগরীতে’ জায়গা পেয়েছে চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে।
গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্রটির অভিনেতা মোস্তফা মন্ওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্যক পৃথিবীকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে ফুল দিয়ে বরণ করেন।
দেশের তরুণ নির্মাতার এই আন্তর্জাতিক স্বীকৃতিকে মন্ত্রণালয় একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে। উৎসবে বাংলাদেশ থেকে সিনেমাটির একটি দল অংশ নিচ্ছে। তাদের এই সাফল্যকে সম্মান জানাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দলের একজনের বিমান খরচ বহন করবে বলে উপদেষ্টা ঘোষণা করেন ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, যারাই বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতিকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বা স্বীকৃতি অর্জন করবে, তাদের এভাবে সংস্কৃতি মন্ত্রণালয় অনুপ্রাণিত করবে। মিউজিক, সিনেমা, ফটোগ্রাফি, থিয়েটার, আর্কিটেকচারসহ সবক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।
উৎসবে প্রিমিয়ারের আগেই সিনেমাটি বিশ্বব্যাপী বিপণনের (বাংলাদেশ ও সুইজারল্যান্ড ব্যতীত) জন্য স্বত্ব কিনে নিয়েছে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক বিক্রয় সংস্থা ডাইভার্সন।
খনা টকিজ প্রযোজনা সংস্থার ব্যানারে রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদের প্রযোজনায় নির্মিত এবং সিনেমা কোকনের সহ-সহযোগিতায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
এর আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনীত বাংলাদেশের চলচ্চিত্র ‘আলী’র নির্মাতা আদনান আল রাজীবসহ দুজনকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্মাননা জানিয়ে প্যারিস যাত্রার দুটি বিমান টিকিট দেওয়া হয়েছিল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি