চট্টগ্রামে আরও পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে তাঁদের করোনা শনাক্ত হয়।
গত জুন মাসের শুরু থেকে চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামের এক নারী।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া পাঁচজনরেই নমুনা পরীক্ষা করা হয়েছে নগরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারে। চট্টগ্রাম নগরের দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য জন্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা ওয়ার্ড।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুর্বৃত্তের হামলায় নিহত চাকমা জাহাঙ্গীর
টাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তের হামলায় হত্যা ও চাঁদাবাজিসহ এক ডজন মামলার আসামি জাহাঙ্গীর মণ্ডল নিহত হয়েছেন। বুধবার উপজেলার নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।
চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চাকমা জাহাঙ্গীর ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসেন। সেখান থেকে নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তাদির আশরাফ জানান, পূর্ব শত্রুর জেরে চাকমা জাহাঙ্গীর দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।