পারিবারিক কাজে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেন মাহমুদুল হাসান (৩২) ও তাঁর মামাতো ভাই মেহেদী হাসান (৩০)। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। গতকাল রাত আটটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকার ঢাকা-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাত আটটায় ঢাকা-কুমিল্লা সড়কের মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কুমিল্লাগামী ‘তিশা পরিবহন’ নামের একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।

মাহমুদুল হাসান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে চাকরি করতেন। অন্যদিকে মেহেদী হাসানের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামে।

পুলিশ, পরিবার ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় পারিবারিক প্রয়োজনে মাহমুদুল ও মেহেদী মোটরসাইকেলে রাজধানীর গুলিস্তান এলাকার দিকে যাচ্ছিলেন। রাত আটটায় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে তিশা পরিবহন নামের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। তাঁদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে যান এবং লাশগুলো বাড়িতে নিয়ে যান। আজ শনিবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ঘটনাটি মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকার, সেহেতু ওই থানা-পুলিশ আইনি পদক্ষেপ নেবে। গজারিয়া থানার ওসি আনোয়ার আলমের বরাতে সালেহ আহম্মেদ বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এর চালককেও আটকের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার