চট্টগ্রামে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা
Published: 8th, July 2025 GMT
চট্টগ্রাম মহানগরী ও জেলার সব উপজেলায় সোমবার থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। অব্যাহত বর্ষণের কারণে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর।
এছাড়া নগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া বার্তায় জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী অন্তত ১২ ঘণ্টা চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত রবিবার থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ১২ ঘণ্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
এদিকে টানা বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প হ ড় ধস র
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।