চট্টগ্রাম মহানগরী ও জেলার সব উপজেলায় গতকাল মঙ্গলবার শুরু হওয়া বৃষ্টি বুধবার (৯ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত রয়েছে। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর।

বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, মেহেদীবাগ, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে।

আরো পড়ুন:

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, পানির নিচে ৩০ গ্রাম

এদিকে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত রবিবার থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার সকাল থেকে আগামী ১২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মাগুরায় কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, আটক করে মাথা ন্যাড়া

মাগুরার মহম্মদপুরে পানির পাম্পের মোটর চুরির অভিযোগে এক কিশোরের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ওই কিশোর (১৫) উপজেলার কালিশংকরপুর বাজারে পানি তোলার একটি মোটর বিক্রি করতে আসে। বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় লোকজন। এ সময় সে অসংলগ্ন উত্তর দিতে থাকে। পরে জানা যায়, ওই মোটর কয়েক দিন আগে চর যশোবন্তপুর গ্রামের একজনের বাড়ি থেকে চুরি হয়েছিল। খবর পেয়ে মোটরের মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ওই কিশোরের মাথার একটি অংশ ন্যাড়া করে দেওয়া হয়।

এ বিষয়ে মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মোটর চুরি যাওয়া ব্যক্তির দায়ের করা মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে যশোরের সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ছাড়া তার মাথা ন্যাড়া করে দেওয়ার সঙ্গে কারা যুক্ত ছিলেন, তা তদন্তে বেরিয়ে আসবে।

সম্পর্কিত নিবন্ধ