ঘোড়াশালে কাঁচামরিচের দাম কেজিতে ৬০০ টাকা
Published: 11th, July 2025 GMT
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজারে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০০ টাকায়। গতকালও নিত্যপণ্যটির দাম ছিল ২০০ টাকা।
ক্রেতারা বলছেন, কয়েকদিন আগেও যেখানে কাঁচামরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, সেখানে এখন ৬০০ টাকা দামে কিনতে হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন।
ঘোড়াশাল বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এছাড়াও বৃষ্টিতে কাঁচামরিচের গাছ মরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। কেনা বেশি দামে ফলে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
বাজারের ক্রেতা ইয়াবুর রহমান বলেন, বৃষ্টির অজুহাত দেখিয়ে এভাবে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী করাটা ব্যবসায়ীদের যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছেন বলেও তিনি জানান।
এদিকে সরকারিভাবে বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অন্য ক্রেতারাও। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম যদি এভাবে বাড়তে থাকে, তবে সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লেগে যাবে।
ঘোড়াশাল বাজারের সেক্রেটারি আবুল কাশেম মিয়া কাঁচা মরিচের দাম বৃদ্ধি কথা শুনে নিজেও আশ্চর্য হয়ে যান। তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে কাচাঁ মরিচের দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক চ মর চ নরস দ ব যবস য়
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন