মাইলস্টোনে নিহতের স্মরণে গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন
Published: 22nd, July 2025 GMT
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল করেছে গোপালগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। তারা আহতদের সুস্থতা কামনা করেন।
সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সুজন বিশ্বাস, বিজ্ঞান ক্লাবের সভাপতি বাধন দত্ত, সহ-সভাপতি অভ্রনীল মিত্র, শিক্ষার্থী বুশরা আক্তার, ইয়াছিন শেখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ দেওয়া কোনোভাবেই উচিৎ নয়। ফাঁকা কোনো স্থানে প্রশিক্ষণ আয়োজনের পক্ষে মত দেন তারা। নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
ঢাকা/বাদল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব