রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
Published: 26th, July 2025 GMT
রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে ফজলে রাব্বি (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য ফজলে রাব্বির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফজলে রাব্বি হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন।
নিহত ফজলে রাব্বির বোন তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে রায়েরবাজারে তাঁর বাসায় আসেন ভাই ফজলে রাব্বি। তখন তিনি রান্না করছিলেন। তখন তাঁর ভাই ঘুরতে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে যান। একটা পর্যায়ে এলাকার বখাটে যুবক মুন্না তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা হাফিজুর বলেন, প্রাথমিকভাবে জানা যায়, মুন্নার সঙ্গে ফজলে রাব্বির বিরোধ ছিল। এর জের ধরে আজ দুপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
তানিয়া আক্তারের তথ্য অনুযায়ী, ফজলে রাব্বি পরিবার নিয়ে রাজধানীর সাইনবোর্ডে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। গ্রামের বাড়ি ভোলায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক
মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় বন্দরে ৫ মাতালকে আটক করেছে পুলিশ। আটককৃত মাতালরা হলো বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে সাগর (৩০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে বাচ্চু (৫২) একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মামুন (৪০)।
সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত মনছুর আলী ছেলে ইকবাল হোসেন (৫০) ও বাগদোবাড়ীয়া এলাকার ইমরান মিয়া মিয়ার ছেলে স্বপন (২৪) ।
পুলিশ আটককৃতদের রোববার (২৭ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা গভীর রাতে মাতাল অবস্থায় রাস্তায় হৈচৈ ও জনমনে বিরক্তি সৃষ্টি করার সময় এদেরকে আটক করা হয়।