রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
Published: 26th, July 2025 GMT
রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে ফজলে রাব্বি (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য ফজলে রাব্বির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফজলে রাব্বি হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন।
নিহত ফজলে রাব্বির বোন তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে রায়েরবাজারে তাঁর বাসায় আসেন ভাই ফজলে রাব্বি। তখন তিনি রান্না করছিলেন। তখন তাঁর ভাই ঘুরতে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে যান। একটা পর্যায়ে এলাকার বখাটে যুবক মুন্না তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা হাফিজুর বলেন, প্রাথমিকভাবে জানা যায়, মুন্নার সঙ্গে ফজলে রাব্বির বিরোধ ছিল। এর জের ধরে আজ দুপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
তানিয়া আক্তারের তথ্য অনুযায়ী, ফজলে রাব্বি পরিবার নিয়ে রাজধানীর সাইনবোর্ডে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। গ্রামের বাড়ি ভোলায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি
সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’
অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।