এনকে সিরিজের দুটি বাইক বাংলাদেশের বাজারে নিয়ে এলো সিএফ মটো। রবিবার NK300 এবং NK125 বাইক দুটি লঞ্চ করা হয়।

NK300 বাইকটিতে রয়েছে ২৯২ সিসির ডিওএইচসি সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার-কুলড ইঞ্জিন। ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট ডিজাইনের বাইকটি ৭ হাজার ২৫০ আরপিএমে ২৫ দশমিক ৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

বাইকটিতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। রাইডিংয়ের জন্য রয়েছে স্পোর্টস ও ইকোমুড। বাইকটির সামনে রয়েছে ৩৭ মিলিমিটারের ইউএসডি সাসপেনশন, পেছনে রয়েছে মনোশক। এর ফুয়েল ক্যাপাসিটি ১২ দশমিক ৫ লিটার। ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে ২৯২ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, যার সঙ্গে রয়েছে চার পিস্টনের ক্যালিপার। পেছনে রয়েছে ২২০ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, সঙ্গে রয়েছে সিঙ্গেল পিস্টন। আর ব্রেকিং আরো নিরাপদ করার জন্য এবিএস তো থাকছেই। বাইকটিতে যুক্ত করা হয়েছে বহুল প্রত্যাশিত টিএফটি মিটার। বহুল ফিচার সমৃদ্ধ বাইকটির দাম রাখা হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

১২৫সিসির ইঞ্জিনের NK125 বাইকটি ১১ হাজার আরপিএমে সর্বোচ্চ ১৪ দশমিক ৭৫ বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ৮৫০০ আরপিএমে ১১ নিউটন মিটার। লিকুইড কুলড ইঞ্জিনটিতে রয়েছে চারটি ভালভ।

বাইকটির সামনে রয়েছে ৩৭ মিলিমিটারের ইউএসডি সাসপেনশন, পেছনে রয়েছে মনোশক। ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে ২৯২ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, যার সঙ্গে রয়েছে চার পিস্টনের ক্যালিপার। পেছনে রয়েছে ২২০ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, সঙ্গে রয়েছে সিঙ্গেল পিস্টন। আর ব্রেকিং আরো নিরাপদ করার জন্য এবিএস তো থাকছেই। এছাড়া থাকছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এই বাইকটির দাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ইকট র র জন য প স টন

এছাড়াও পড়ুন:

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি (সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস) আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানায়, হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার বা প্রায় ১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির কিছু অংশে আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটারের (৯ দশমিক ৮ ফুট) বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় আজ সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূ–কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসডিএ)।

ইউএসডিএ শুরুতে জানিয়েছিল, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৮। পরে তা দুই দফায় সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়।

শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ভূমিকম্পকে দেশটির কামচাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে।  প্রাথমিকভাবে সেখানেও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে সুনামি সতর্কতা জারির পর স্থানীয় শাখালিন অঞ্চলের ছোট একটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে।

আরও পড়ুনরাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি২২ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ

  • রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত