দেশের বাজারে লঞ্চ হয়ে গেলো সিএফ মটোর NK300 এবং NK125
Published: 27th, July 2025 GMT
এনকে সিরিজের দুটি বাইক বাংলাদেশের বাজারে নিয়ে এলো সিএফ মটো। রবিবার NK300 এবং NK125 বাইক দুটি লঞ্চ করা হয়।
NK300 বাইকটিতে রয়েছে ২৯২ সিসির ডিওএইচসি সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার-কুলড ইঞ্জিন। ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট ডিজাইনের বাইকটি ৭ হাজার ২৫০ আরপিএমে ২৫ দশমিক ৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
বাইকটিতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। রাইডিংয়ের জন্য রয়েছে স্পোর্টস ও ইকোমুড। বাইকটির সামনে রয়েছে ৩৭ মিলিমিটারের ইউএসডি সাসপেনশন, পেছনে রয়েছে মনোশক। এর ফুয়েল ক্যাপাসিটি ১২ দশমিক ৫ লিটার। ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে ২৯২ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, যার সঙ্গে রয়েছে চার পিস্টনের ক্যালিপার। পেছনে রয়েছে ২২০ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, সঙ্গে রয়েছে সিঙ্গেল পিস্টন। আর ব্রেকিং আরো নিরাপদ করার জন্য এবিএস তো থাকছেই। বাইকটিতে যুক্ত করা হয়েছে বহুল প্রত্যাশিত টিএফটি মিটার। বহুল ফিচার সমৃদ্ধ বাইকটির দাম রাখা হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
১২৫সিসির ইঞ্জিনের NK125 বাইকটি ১১ হাজার আরপিএমে সর্বোচ্চ ১৪ দশমিক ৭৫ বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ৮৫০০ আরপিএমে ১১ নিউটন মিটার। লিকুইড কুলড ইঞ্জিনটিতে রয়েছে চারটি ভালভ।
বাইকটির সামনে রয়েছে ৩৭ মিলিমিটারের ইউএসডি সাসপেনশন, পেছনে রয়েছে মনোশক। ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে ২৯২ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, যার সঙ্গে রয়েছে চার পিস্টনের ক্যালিপার। পেছনে রয়েছে ২২০ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, সঙ্গে রয়েছে সিঙ্গেল পিস্টন। আর ব্রেকিং আরো নিরাপদ করার জন্য এবিএস তো থাকছেই। এছাড়া থাকছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এই বাইকটির দাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ইকট র র জন য প স টন
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত