হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
Published: 27th, July 2025 GMT
হবিগঞ্জ জেলার মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আরেক আসামি রুবেল মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মো.
দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতা: আরো একটি হত্যা মামলা
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বললেন যুব-ছাত্রদলের নেতারা
তিনি বলেন, ‘‘আদালত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত বাবুল মিয়া পলাতক রয়েছেন।’’
২০১১ সালের ১০ এপ্রিল মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের আরো কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
ঢাকা/মামুন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত