হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
Published: 27th, July 2025 GMT
হবিগঞ্জ জেলার মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আরেক আসামি রুবেল মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মো.
দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতা: আরো একটি হত্যা মামলা
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বললেন যুব-ছাত্রদলের নেতারা
তিনি বলেন, ‘‘আদালত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত বাবুল মিয়া পলাতক রয়েছেন।’’
২০১১ সালের ১০ এপ্রিল মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের আরো কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
ঢাকা/মামুন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার
পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/শাহীন/রাজীব