সিরাজগঞ্জে ইকোনমিক জোনের ভেতরে তিনটি পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির সময় কালা মানিক (৩৫) নামে এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে ডিবি পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সোমবার বিকেলে চাঁদাবাজীর সময় স্থানীয় জনতা মানিককে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। পরে তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।”

আটক মানিক ওরফে কালা মানিক সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর-বয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
 
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, “মানিক দীর্ঘদিন ধরে বেসরকারি ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। গতকাল স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরো বলেন, “জনতার পিটুনিতে আহত অবস্থায় উদ্ধারের পর তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা, একটি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

ঢাকা/অদিত্য/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চাঁদাবাজির সময় পিস্তলসহ কালা মালিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইকোনমিক জোনের ভেতরে তিনটি পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির সময় কালা মানিক (৩৫) নামে এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে ডিবি পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সোমবার বিকেলে চাঁদাবাজীর সময় স্থানীয় জনতা মানিককে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। পরে তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।”

আটক মানিক ওরফে কালা মানিক সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর-বয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
 
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, “মানিক দীর্ঘদিন ধরে বেসরকারি ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। গতকাল স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরো বলেন, “জনতার পিটুনিতে আহত অবস্থায় উদ্ধারের পর তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা, একটি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

ঢাকা/অদিত্য/এস

সম্পর্কিত নিবন্ধ