চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার ছেংগারচর বাজার এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

মারামারি ও চাঁদাবাজির আইনে স্থানীয় বিএনপির এক কর্মীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপির ওই নেতার মুক্তির দাবিতে গতকাল রাত ১০টার দিকে উপজেলার ছেংগারচর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গ্রেপ্তার আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। তাঁর বিরুদ্ধে করা মামলাটির বাদীর নাম আহম্মদ উল্লাহ। তাঁর বাড়ি উপজেলার ঠাকুরচর এলাকায়। তিনি স্থানীয় বিএনপির কর্মী।

মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে উপজেলার ঠাকুরচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী আহম্মদ উল্লাহ বাদী হয়ে আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে মতলব উত্তর থানায় গতকাল সোমবার সন্ধ্যায় মারামারি ও চাঁদাবাজির আইনে মামলা করেন। মামলার পর জেলা ডিবি পুলিশের একটি দল গতকাল রাত নয়টার দিকে অভিযান চালিয়ে ছেংগারচর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি জেলার ডিবি কার্যালয়ে আছেন। তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর গ রচর ব জ র উপজ ল র ছ য় ব এনপ র র এল ক গতক ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ