পামেলা অ্যান্ডারসন অভিনেত্রী হিসেবে ১০টির বেশি পুরস্কারে মনোনয়ন পেয়েছেন; নব্বইয়ের দশকের পামেলাকে চিনলে আপনি চমকে যেতে পারেন। প্লেবয় সাময়িকীর প্রচ্ছদের নগ্ন কন্যা হিসেবে যাঁর পরিচিতি, তিনি অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব বা সেগ পুরস্কারে মনোনয়ন পাবেন, কে ভেবেছিল। ‘দ্য লাস্ট শো গার্ল’ দিয়ে চমকে দেওয়া পামেলা আবার ফিরছেন বড় পর্দায়। আজ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘দ্য নেকেড গান’। সিনেমাটি মুক্তি উপলক্ষে আলো ফেলা যাক পামেলার জীবন আর ক্যারিয়ারে।

পামেলা অ্যান্ডারসন। রয়টার্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ