বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগে পরিবর্তন এসেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস অবসরের পর ২০২১ সাল থেকে ক্রিকেট পরিচালনা বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন।
লম্বা সময় ধরেই কাজ করেছেন নাফিস। তার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য বিসিবি তার বিভাগ পরিবর্তন করেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে। তরুণ, প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট কাজ করে। সেই বিভাগের ম্যানেজার হিসেবে শাহরিয়ারকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ থেকে নতুন বিভাগে কাজও শুরু করেছেন তিনি।
এদিকে এতোদিন এইচপির দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার জামাল বাবুকে ক্রিকেট পরিচালনা বিভাগে নিয়ে আসা হয়েছে। মূলত শাহরিয়ার ও জামালের বিভাগ অদলবদল করা হয়েছে।
সবশেষ বোর্ড মিটিংয়ে দুজনের বিভাগ পরিবর্তন সুপারিশ গ্রহণ করেন পরিচালকরা। এ নিয়ে বিসিবির এক পরিচালক বলেছেন, ‘‘আমরা চাচ্ছি বোর্ডের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো আছে সেগুলো যেন সবার আয়ত্ত্বে থাকুক। প্রত্যেকে যেন কাজটা বুঝতে পারে। এটাকে শিফটিং বলতে পারেন। অদলবদল হওয়াতে দুই বিভাগেই এখন অভিজ্ঞতা ছড়িয়ে পড়বে, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার হবে। যা আমাদের জন্যই ভালো হবে।’’
ক্রিকেট পরিচালনা বিভাগের কাজ ছকে সাজানো। বিসিবির সর্বোচ্চ প্রায়োরিটি এই বিভাগ। যেখানে যুক্ত হতে হয় স্বয়ং বোর্ড সভাপতিকেও। অন্যদিকে এইচপি ইউনিটের কাজ তুলনামূলক চ্যালেঞ্জিং। বছরের নির্দিষ্ট সময়ে তাদের অনুশীলনের ব্যবস্থা করা, দেশে-বাইরে সফর চূড়ান্ত করা এবং বিদেশী ও স্থানীয় কোচদের যৌথ পরিচালনায় ক্যাম্প চালানোর কাজ করতে হবে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।
আয়োজনের পোস্টার