বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগে পরিবর্তন এসেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস অবসরের পর ২০২১ সাল থেকে ক্রিকেট পরিচালনা বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন।
লম্বা সময় ধরেই কাজ করেছেন নাফিস। তার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য বিসিবি তার বিভাগ পরিবর্তন করেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে। তরুণ, প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট কাজ করে। সেই বিভাগের ম্যানেজার হিসেবে শাহরিয়ারকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ থেকে নতুন বিভাগে কাজও শুরু করেছেন তিনি।
এদিকে এতোদিন এইচপির দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার জামাল বাবুকে ক্রিকেট পরিচালনা বিভাগে নিয়ে আসা হয়েছে। মূলত শাহরিয়ার ও জামালের বিভাগ অদলবদল করা হয়েছে।
সবশেষ বোর্ড মিটিংয়ে দুজনের বিভাগ পরিবর্তন সুপারিশ গ্রহণ করেন পরিচালকরা। এ নিয়ে বিসিবির এক পরিচালক বলেছেন, ‘‘আমরা চাচ্ছি বোর্ডের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো আছে সেগুলো যেন সবার আয়ত্ত্বে থাকুক। প্রত্যেকে যেন কাজটা বুঝতে পারে। এটাকে শিফটিং বলতে পারেন। অদলবদল হওয়াতে দুই বিভাগেই এখন অভিজ্ঞতা ছড়িয়ে পড়বে, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার হবে। যা আমাদের জন্যই ভালো হবে।’’
ক্রিকেট পরিচালনা বিভাগের কাজ ছকে সাজানো। বিসিবির সর্বোচ্চ প্রায়োরিটি এই বিভাগ। যেখানে যুক্ত হতে হয় স্বয়ং বোর্ড সভাপতিকেও। অন্যদিকে এইচপি ইউনিটের কাজ তুলনামূলক চ্যালেঞ্জিং। বছরের নির্দিষ্ট সময়ে তাদের অনুশীলনের ব্যবস্থা করা, দেশে-বাইরে সফর চূড়ান্ত করা এবং বিদেশী ও স্থানীয় কোচদের যৌথ পরিচালনায় ক্যাম্প চালানোর কাজ করতে হবে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত