মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক
Published: 18th, September 2025 GMT
বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আসছে এক নতুন অধ্যায়। আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামলেই দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন তিনি।
ইতোমধ্যেই বাংলাদেশ টেস্টে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বাধিক রান সংগ্রাহক মুশফিক। এখন পর্যন্ত ৯৮ টেস্টে তার সংগ্রহ ৬ হাজার ৩২৮ রান, গড় ৩৮.
আরো পড়ুন:
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লাহও
মুশফিকের বিদায়টা মাঠ থেকেই হবে: শাহরিয়ার নাফিস
আসন্ন সিরিজের সূচিও ঘোষণা হয়েছে। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ, যা মুশফিকের শততম টেস্ট হওয়ার সম্ভাবনা জোরালো করেছে।
প্রথমে দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা বদলে তারা দুটি টেস্ট খেলতেই রাজি হয়েছে। টেস্ট সিরিজের পর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ঢাকায় ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুটি ম্যাচের পর ২ ডিসেম্বর হবে শেষ টি-টোয়েন্টি।
এর আগে অক্টোবরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে বাংলাদেশে। ক্যারিবীয়দের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলবে টাইগাররা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।
ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় দলের আন্তর্জাতিক খেলা নেই। সে সময়ে আয়োজন হতে পারে বিপিএল। এরপর ফেব্রুয়ারিতেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনাপ্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন নাজমুল, টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল।
২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।
গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় এ বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই নাজমুলকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন