গান, গম্ভীরা, চিঠি—রাকসু নির্বাচনের প্রচারণায় অভিনব যত কৌশল
Published: 19th, September 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রচার ও প্রচারণা চালাচ্ছেন। প্রথম দিন থেকেই প্রচারে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রার্থীদের মাথায় রাখতে হচ্ছে বেঁধে দেওয়া সময়। এতে সব শিক্ষার্থীর কাছে নাম ও ব্যালট নম্বর পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচার ও প্রচারণা আরও উৎসবমুখর হয়ে উঠছে। শিক্ষার্থীদের নজর কাড়তে অনেক প্রার্থীই বেছে নিয়েছেন প্রচারণার নানা কৌশল। কেউ গাচ্ছেন গান, কেউবা টাকা বা ডলারের আদলে প্রচারপত্র বানিয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে সরাসরি প্রচারের চেয়ে ফেসবুক পেজ বা গ্রুপে বেশি সরব প্রার্থীরা।
প্রচারণার চতুর্থ দিন আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে ভেসে আসছিল গান। গিয়ে দেখা গেল, একদল শিক্ষার্থী নেচে নেচে গান গাচ্ছেন। জানা গেল, গানের এ আয়োজন কেন্দ্রীয় সংসদে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী কাজী শফিউল কালামকে (কে এস কে হৃদয়) ঘিরে।
গান গাইতে গাইতে শফিউল কালাম বলেন, ‘আমি গানের মানুষ। রাকসু নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। অনেক আগে থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত আছি।’ এই বলেই আবার গান ধরলেন।
ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী জাহিদ হাসানকে লুঙ্গি ও পাঞ্জাবি পরে দেখা গেল একই জায়গায়। মাথায় কৃষকদের মাথাল আর কাঁধে গামছা। গম্ভীরা গানের সুরে তিনি ভোট প্রার্থনা করছিলেন।
অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় দেখা গেল স্বতন্ত্র ভিপি প্রার্থী মো.
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ও সিনেট ছাত্র প্রতিনিধি পদপ্রার্থী মীর কাদির একটু ভিন্ন আদলে প্রচারপত্র তৈরি করে বিলি করছেন। পুরোনো দিনের টেলিভিশনের ফ্রেমের ভেতরে তাঁর ছবি, পদের নাম ও ব্যালট নম্বর দেওয়া আছে। এক পাশে লিখে দিয়েছেন, ‘আমার ইশতেহার সম্পর্কে জানতে হলে স্ক্যান করুন।’ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদের আরেক প্রার্থী ফাহির আমির তাঁর অঙ্গীকারনামা লিখে খামে ভরে চিঠি আকারে শিক্ষার্থীদের দিচ্ছেন।
কর্কশিটে ব্যালট নাম্বার লেখে প্রচার চালাচ্ছেন এক ভিপি প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায়উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫