আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই প্রত্যাহার করেছে তালেবান সরকার। এছাড়া মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

‘শরিয়াহবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী’ বলে চিহ্নিত ওই তালিকার মোট বইয়ের সংখ্যা ৬৮০টি। এর মধ্যে নারীদের লেখা প্রায় ১৪০টি বই নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আরো ১৮টি বিষয় আর পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।  এসব বিষয়ের মধ্যে ছয়টিই নারীদের নিয়ে, যেমন-জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন এবং উইমেন’স সোসিওলজি।

তালেবান সরকার বলছে, আফগান সংস্কৃতি ও শরিয়ার ব্যাখ্যা অনুযায়ী তারা নারী অধিকারকে সম্মান করে।

তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয় ‘শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক।’

নারীদের বইয়ের পাশাপাশি ইরানি লেখক ও প্রকাশকদের বই নিষিদ্ধ করা হয়েছে। 

বই পর্যালোচনা কমিটির এক সদস্য বিবিসিকে বলেন, এর উদ্দেশ্য হলো আফগান পাঠ্যসূচিতে ‘ইরানি বিষয়ের অনুপ্রবেশ ঠেকানো।’

আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো ৫০ পৃষ্ঠার তালিকায় ৬৭৯টি বইয়ের নাম রয়েছে। এর মধ্যে ৩১০টি বই হয় ইরানি লেখকদের লেখা, নয়তো ইরানে প্রকাশিত।

প্রতিবেশী ইরানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক সহজ নয়। সাম্প্রতিক বছরগুলোতে পানি অধিকারের মতো বিষয়গুলো নিয়ে দুই দেশের সংঘর্ষ চলছে। ক্রমবর্ধমান আফগানবিরোধী মনোভাবের মধ্যে, ইরান জানুয়ারি থেকে দেশে বসবাসকারী ১৫ লাখেরও বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য আফগ ন স

এছাড়াও পড়ুন:

রাজধানীর মিরপুরে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরল পুলিশ

রাজধানীর মিরপুরে কলেজছাত্রের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের পরপরই ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর–২ নম্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাই হওয়া টাকা ও মুঠোফোন উদ্ধারের পাশাপাশি একটি চাকু ও মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফ আহমেদ (২৮) ও সিফাতুল হক (২৯)।

আজ শুক্রবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে কলেজছাত্র রাতিম ইবনে রহমান (১৯) ও তাঁর বন্ধু নিলয় গোলদার শান্তর (২১) পথরোধ করেন।

একপর্যায়ে ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে রাতিমের কাছ থেকে মুঠোফোন ও ৪৫০ টাকা ছিনিয়ে নেন। এ সময় রাতিম ও তাঁর বন্ধু চিৎকার দিলে টহল পুলিশ ছুটে আসে এবং ধাওয়া করে সাইফ ও সিফাতুলকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে মুঠোফোন ও টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সুইচ গিয়ার চাকু।

ওসি সাজ্জাদ রোমন বলেন, কলেজছাত্র রাতিম দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ