বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি খুব একটা বন্ধু মনোভাবাপন্ন নন এই অভিনেতা। সুযোগ পেলেই কড়া সমালোচনা করতে দেখা যায় তাকে। এমনকি গান্ধী পরিবারকেও ছাড়েন না। এবার ইঙ্গিতপূর্ণভাবে রাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন এই অভিনেতা। 

মূল বিষয় হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা একটি ছবি মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) পোস্ট করেছেন এক নেটিজেন। তাতে দেখা যায়, একটি গাধার মুখোমুখি বসে আছেন রাহুল গান্ধী। ছবিটির ক্যাপশনে লেখা— “কেউ কি ছবিটি থেকে গাধাকে সরিয়ে দিতে পারবেন?” 

আরো পড়ুন:

নগ্ন দৃশ্যে অভিনয়, সিনেমা থেকে বাদ পড়ার কারণ বললেন পরিচালক

‘তোমায় আর একবার দেখার জন্য সব করতে পারি বাবা’

এ পোস্ট নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়

এ ছবি পরেশ রাওয়ালের দৃষ্টি এড়ায়নি। একই পোস্ট নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন পরেশ। আর ক্যাপশনে লিখেছেন— “মানে ছবির পুরো ফ্রেমটাই তো ফাঁকা করতে চাইছ?” প্রবীণ অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্ট স্পষ্ট বার্তা দিচ্ছে। অর্থাৎ ছবিটিতে একটি নয়, দুটি গাধা রয়েছে। আর বুঝতে এতটুকুও কষ্ট হয়নি নেটিজেনদেরও। তাই তো নেটিজেনদের কেউ কেউ হেসে গড়াগড়ি খাচ্ছেন। 

২০১৪ সালে গুজরাট অঞ্চল থেকে বিজেপির টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরেশ রাওয়াল। তবে ২০১৯ সালে আর নির্বাচনে অংশ নেননি। কিন্তু বিজেপির প্রতি তার সমর্থন অটুটু রয়েছে, সে প্রমাণ বহুবার দিয়েছেন এই অভিনেতা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ