চাচা হত্যার প্রতিশোধ নিতে খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুকে কক্সবাজারে হত্যা করেন শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু (২৪)। পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন তিনি। এ হত্যাকাণ্ডে ঋতুকে ইনফরমার হিসেবে ব্যবহার করা হয়েছে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ। তিনি জানান, বিশেষ অভিযানে সোমবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড়ি চা বাগান থেকে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের দেওয়ানা মোল্লা পাড়ার সেলিম আকনের মেয়ে ঋতু (২৪), জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৪) ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্য কারিগর পাড়ার হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসুলকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গত ৮ জানুয়ারি রাত ১১টার দিকে গোলাম রাব্বানী টিপু, তাঁর বন্ধু আওয়ামী লীগ নেতা শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও ঋতু গ্রিনলাইন বাসে ঢাকা থেকে কক্সবাজার আসেন। ৯ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা পয়েন্টের কাছাকাছি হোটেল সিগালের পশ্চিম পাশের ফুটপাতে টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আগেই শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও কক্সবাজারের ব্যবসায়ী মেজবাহ উদ্দিন ভুট্টোকে গ্রেপ্তার করে র‌্যাব।

পুলিশ সুপার বলেন, চরমপন্থি সংগঠনের বিরোধে খুন হন শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পুর চাচা হুজি শহিদ। ওই হত্যাকাণ্ডের মামলায় আসামি ছিলেন গোলাম রাব্বানী টিপু। তখন পাপ্পু ছোট ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে চাচা হত্যার প্রতিশোধ নিয়ে বড় হয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও পাপ্পু ‘টিপুকে যেখানে পেতাম, সেখানেই হত্যা করতাম’ বলেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, গোলাম রাব্বানী টিপুর ভগ্নিপতি ইউনুস আলী শেখ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ