জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী হুসনি মুবারকের ওপর বহিরাগতের হামলার প্রতিবাদে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ বিক্ষোভ মিছিল করেন জাবির সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয় এবং সেখানেই সমাবেশ করেন তারা।

এ সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও ইতিহাস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন, “আমরা মনে করি, পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ মানুষের টাকায় চলে। এখানে দেশের সব মানুষ আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমরা তাদের কোন বাধাও দিচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় কোন পার্ক না।”

তিনি বলেন, “বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পার্ক মনে করে ব্যবহার করে, এটা অনেক লজ্জার। বহিরাগতরা ক্যাম্পাসে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। আমরা এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জাবিকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এজন্য যা যা করা দরকার, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করার আহ্বান জানাচ্ছি।”

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “আমরা হুসনি মুবারকের ওপর হওয়া এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীর উগ্রতা ও কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে দূর্বল প্রতিয়মান করে। আমরা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে পরবর্তীতে কেউ এমন সাহস করতে না পারে।”

গত ১৫ জানুয়ারি ফিল্ডওয়ার্কের সময় হুসনে মুবারক ও তার সহপাঠীরা দুইজন বহিরাগতকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে সহকারী প্রক্টরকে জানান। এরই জেরে বহিরাগত শিক্ষার্থী ছিবগাতুল্লাহ আল ছামি তার ওপর অতর্কিত হামলা চালায়।

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ওপর

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল