সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে জাতীয় নাগ‌রিক পা‌র্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর উ‌ল্লেখ ক‌রে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ জামায়াতে ইসলামী। একইস‌ঙ্গে এ ধর‌ণের বক্তব্য প্রত্যাহা‌রের আহ্বান জা‌নি‌য়ে‌ছে দল‌টি।

র‌বিবার (১৯ অক্টোবর) রা‌তে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানা‌ন।

আরো পড়ুন:

দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি সুবিচার করুন

জুলাই সনদ বাস্তবায়ন বিলম্ব হলে তা হবে জাতির সাথে গাদ্দারি: তাহের

বিবৃতিতে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।”

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই জনাব নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই।”

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনস প ইসল ম র

এছাড়াও পড়ুন:

নাহিদ কেন জামায়াত নিয়ে এই বক্তব্য দিলেন

জুলাই গণ-অভ্যুত্থানের পর সংস্কারের আলোচনাসহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থানে অনেকটাই সাদৃশ্য দেখা গেছে। কিন্তু জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করা এবং এনসিপির স্বাক্ষর না করার পর সেই চিত্র হঠাৎ বদলে গেছে। জামায়াতের বিরুদ্ধে নাহিদের ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে দুই দলের মধ্যে ‘সুসম্পর্ক’ দেখা গেলেও এখন এনসিপি কেন জামায়াতের সমালোচনা করছে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ