তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে রুয়েটে মশালমিছিল
Published: 20th, October 2025 GMT
তিস্তার পানির ন্যায্য হিস্যা ও ‘ভারতীয় আগ্রাসন’-এর প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মশালমিছিল করেছেন একদল শিক্ষার্থী। গতকাল রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‘রুয়েটের আগ্রাসনবিরোধী সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে শিক্ষার্থী আরাফ মাসুদ দিপ্র বলেন, ‘আজকে আমরা তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের আর্তনাদ ও বঞ্চনার বিরুদ্ধে তাঁদের রুখে দাঁড়ানোর প্রতি সংহতি জানাতে এসেছি। আমরা রুয়েটের শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছি। এখানে উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল নেই, আমরা সবাই বাংলাদেশি। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই।’
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তিস্তার পানিসংকটে ভুগছে। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা তিস্তায় ন্যায্য পানিবণ্টনের দাবিকে জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতে চান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রধান শিক্ষক নিয়োগে আবেদনের সময় বৃদ্ধি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১২২টি পদে প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আগ্রহী আবেদনকারী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। গতকাল রোববার (১৯ অক্টোবর) পিএসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গত কয়েক দিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগ আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেক চাকরিপ্রার্থী। বারবার চেষ্টা করেও মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে পারছিলেন না আবেদনকারীরা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সোমবার (২০ অক্টোবর) আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ১৯ অক্টোবর ২০২৫প্রধান শিক্ষকপদসংখ্যা: ১,১২২টি (স্থায়ী)
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ১১ ও ১২তম গ্রেড
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ প্রশিক্ষণবিহীন; ১১,৩০০-২৭,৩০০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
আরও পড়ুনবিমানবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ, পদ ৩০৮১ ঘণ্টা আগেআবেদনের নিয়মপ্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র Applicant's Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমাআবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৬ অক্টোবর ২০২৫।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫