মানচিত্রের ওপর টানা দুই দেশের ভৌগোলিক বিভাজন। মানুষের হৃদয়ের বাঁধনকে কি তা কখনো আটকাতে পারে? পারে না। ধরলা নদীর নির্মল জলধারার তীরে তাই রচিত হলো সেই চিরায়ত আবেগের গল্প—যেখানে সীমান্ত কেবল একটি রেখা, আর ধর্ম ছিল মিলনের সেতু।

এই মিলন মেলায় সবচেয়ে মধুর দৃশ্যটি ধরা পড়ল দুই বোনের সাক্ষাতে। ১০ বছর পর বাংলাদেশের আদিতমারী উপজেলার বাসিন্দা শুসিলা রানী (৬০) তার ভারতে থাকা ছোট বোন নিয়তি রানীর (৫০) সঙ্গে দেখা করেছেন। একে অপরকে দেখতে পেয়ে কথা বলার শক্তি ছিল না তাদের। তারা একে অন্যকে বুকে জড়িয়ে শুধু কাঁদছিলেন।

আরো পড়ুন:

গাজীপুরে মেলায় জুয়ার আসর, বন্ধে ৩ দিনের আল্টিমেটাম

লালন মেলায় মাদক কারবারিদের মারধরে সাংবাদিক আহত

রবিবার (১৯ অক্টোবর) লালমনিরহাটের দুর্গাপুর ও মোগলহাট এবং ভারতের কোচবিহারের মোগলহাট সীমান্তের ৯২৭ নম্বর পিলারের কাছে বসে ‘সীমান্ত মিলন মেলা’। ৫০ বছরের ঐতিহ্যবাহী এই মেলা কেবল পূজা-অর্চনা নয়, যেন দুই বাংলার আত্মার মিলনক্ষেত্র।  

এই মেলার প্রাণকেন্দ্রে রয়েছে শ্রী শ্রী মা বৃদ্ধেশ্বরী দেবীর পূজা। সেখানেই এক অনন্য দৃষ্টান্ত: মন্দিরের পুরোহিত আসেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে, আর পূজারীর দায়িত্ব পালন করেন ভারতের ভক্তরা। ধর্মীয় আচারে এই পারস্পরিক নির্ভরতাই যেন দুই দেশের মানুষের অটুট বন্ধনের প্রতীক।

বাংলাদেশের পুরোহিত বিকাশ চন্দ্র চক্রবর্তী বলেন, “প্রতি বছর হাজারো ভক্ত আসেন। এই মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে দুই দেশের ভক্তদের মিলন মেলা। এটা শুধু পূজা নয়, এটা দুই দেশের মানুষের কাছে এক প্রাণের উৎসব।”

ভারতের পূজারী জ্যোতিষ চন্দ্র রায়ের কথায় ধ্বনিত হলো একই সুর। তিনি বলেন, “পুরোহিত বাংলাদেশে, পূজারী ভারতে—এর চেয়ে বড় সম্প্রীতির প্রতীক আর কী হতে পারে? দুই দেশের মানুষ মিলেই এই মন্দিরের সব কাজ পরিচালনা করেন, সহযোগিতা করেন।” এদিন ২০ হাজারের বেশি ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়েছিল ধরলা পাড়ে।

ছোট বোনকে দেখতে পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশের আদিতমারী উপজেলার বাসিন্দা শুসিলা রানী বলেন, “মোবাইল ফোনে কথা হয়, কিন্তু মন ভরে না। বুকটা ফেটে যায়। আজ বোনের দেখা পেয়ে মনটা জুড়ি গেল।” ছোট বনের জন্য শুসিলা রানী বাংলাদেশের ঐতিহ্যবাহী ইলিশ ও টাঙ্গাইলের শাড়ি নিয়ে যান। বড় বোনের জন্য নিয়তি রানী নিয়ে এসেছিলেন মিষ্টি, মসলা ও শাড়ি। উপহার বিনিময়ের সময়ও তাদের চোখ থেকে ঝরেছে অশ্রু।

কোচবিহারের নিয়তি রানী দীর্ঘশ্বাস ফেলে বলেন, “৩০ বছর আগোত হামরা ভারতে চলি আসি। বাংলাদেশে খালি দিদি আছে। দশ বছর পর দিদির সঙ্গে দ্যাখা হওয়াতে মনটা হালকা হয়া গ্যাইল।”

মেলায় আসা সাধারণ মানুষের কাছে এই দিনটি বছরের শ্রেষ্ঠ দিন। লালমনিরহাটের মোগলহাটের প্রশান্ত সেন বলেন, “এ মেলায় হিন্দু-মুসলমান সবাই আসেন। ভিসা বন্ধ থাকায় এখন এই মেলাই একমাত্র দেখা করার সুযোগ।”

রংপুরের সুধীর চন্দ্র গুপ্ত বলেন, “এক বছর ধরে ভারতে যেতে পারি নাই। এখানে এসে আত্মীয়দের বুকে জড়িয়ে ধরেছি। সীমান্তের এই মেলায় কাঁদে সবাই, কিন্তু সেই কান্নায় থাকে আনন্দের সুর। এটা শুধু আবেগ নয়, এটা সীমান্ত পেরোনো প্রেমের এক অফুরন্ত চিত্র।” 

সূর্যোদয়ের সঙ্গে শুরু হওয়া পূজা আর মেলা সূর্যাস্তের আগে শেষ হয়। বিজিবি এবং বিএসএফের কঠোর নজরদারির মধ্যেও একদিনের জন্য সীমান্তের বিভেদ ভুলে, ধর্মের ভেদাভেদ ঘুচিয়ে এক হয় দুই বাংলার মানুষ।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক মেজর মেহেদী ইমাম বলেন, “এটি দীর্ঘদিন থেকে হয়ে আসছে। আমরা ওই সময় সীমান্তে টহল বৃদ্ধি রেখেছিলাম।”

ঢাকা/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ল র খবর এই ম ল

এছাড়াও পড়ুন:

শীতেও শরীর ঘামে? করণীয় জেনে নিন

শীতকালেও শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার অনেকে শীত প্রতিরোধে  অতিরিক্ত গরম পোশাক পরিধান করেন, এতে শরীরের ভিতরে তাপমাত্রা বেড়ে যায়। যার ফলে ঘাম হয়। এছাড়া বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর ফলে শীতকালেও শরীর ঘামতে পারে।

মানসিক চাপ বা স্ট্রেস
উদ্বেগ, চিন্তা বা মানসিক টেনশনে শরীরে অ্যাড্রিনালিন নিঃসৃত হয়, যা ঘামগ্রন্থিকে সক্রিয় করে তোলে। ফলে অতিরিক্ত ঘাম হয়।

আরো পড়ুন:

ফিলিস্তিনি বিয়েতে ‘জাফ’ সহ আরও যা যা  হয়

যেসব অভ্যাসে ‘ডিমেনশিয়ার’ ঝুঁকি বাড়ে

অতিরিক্ত মশলাযুক্ত খাবারের প্রভাব
শীতে ঝাল স্যুপ, আদা-গোলমরিচের চা এগুলো শরীরের ভেতরের তাপ বাড়িয়ে দেয়। তাই অনেকের ঘাম হয় মুখ, গলা বা মাথায়।

ঘরের অতিরিক্ত উষ্ণতা
রুম হিটার বা ব্লোয়ারে ঘরের তাপমাত্রা বেড়ে গেলে শরীর ঠান্ডা রাখতে ঘাম উৎপন্ন করে।

ওষুধের প্রভাব
কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসান্ট বা হরমোনাল ড্রাগ শরীরের তাপ নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। যার ফলে শরীরে ঘাম বাড়াতে পারে।

স্বাস্থ্যজনিত কারণ
ডায়াবেটিস, লো ব্লাড সুগার বা জিনগত হাইপারহাইড্রোসিস থাকলে শীতেও ঘাম হওয়া স্বাভাবিক।

ঘাম প্রতিরোধে করণীয়

এক. হালকা ও আরামদায়ক পোশাক পরতে হবে।

দুই. শরীরচর্চার পর ঘাম শুকিয়ে ফেলুন।

তিন. মশলাযুক্ত খাবার কমান।

চার. ত্বক শুষ্ক রাখতে ট্যালকম পাউডার ব্যবহার করুন।

পাঁচ. দীর্ঘস্থায়ী এই সমস্যা হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শীতকালে ঘাম হওয়া সবসময় রোগের লক্ষণ নয়। বরং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। তবে যদি অতিরিক্ত ঘাম দৈনন্দিন জীবনে অস্বস্তি আনে, তা হলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। 

সূত্র: টিভি নাইন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ