ইসরায়েল গাজায় যুদ্ধে না ফিরলে সরকার পতনের হুমকি নেতানিয়াহুর শরিকদের
Published: 16th, January 2025 GMT
হামাসের সাথে যুদ্ধবিরতি-জিম্মি চুক্তির প্রথম পর্যায়ের পর গাজায় যুদ্ধে ফিরে না আসলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের শরিক দল পদত্যাগের হুমকি দিয়েছে। এই পদক্ষেপের ফলে ইসরায়েলি জোট সরকারের পতন হতে পারে। বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
বুধবার কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতাকারীরা যে চুক্তি ঘোষণা করেছেন তাতে বলা হয়েছে, ৪২ দিনের যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস এবং ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে।
ইসরায়েলি মন্ত্রিসভা বৃহস্পতিবার চুক্তিটি অনুমোদনের জন্য ভোটাভুটি বিলম্বিত করেছে। এর কারণ হিসেবে ইসরায়েল দাবি করছে, হামাস শেষ মুহূর্তে তাদের অবস্থান পরিবর্তন করছে। তবে হামাস অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের অতিডানপন্থী দল জায়নিস্ট পার্টি শর্ত দিয়েছে যে সরকারে থাকার জন্য ইসরায়েলকে ‘হামাসকে ধ্বংস করতে এবং সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধে ফিরে যেতে হবে এবং তা চুক্তির প্রথম পর্যায়ের সমাপ্তির পরপরই।’
যুদ্ধে ফিরে যাওয়ার জন্য নেতানিয়াহুর কাছ থেকে লিখিত গ্যারান্টি চাওয়া হয়েছে কিনা তা দলটি জানায়নি।
সরকারের জোটের অতিডানপন্থী আরেক সদস্য ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও পদত্যাগের হুমকি দিয়েছেন এবং স্মোট্রিচকে তার সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অবশ্য জোটে থাকা দুই দুলের পৃথকভাবে পার্লামেন্টে পর্যাপ্ত আইনপ্রণেতা নেই যে তারা একা সরকার ভেঙে দিতে পারবে। তবে উভয় মন্ত্রীর একসাথে আইনসভায় ১৪টি আসন রয়েছে, যা সরকার পতনের জন্য যথেষ্ট।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য ইসর য সরক র
এছাড়াও পড়ুন:
আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, যে ম্যাচে ঝুলছে বাংলাদেশের ভাগ্য
এশিয়া কাপে আজকের রাত যেন এক নাটকীয় অধ্যায়। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবুধাবির মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই লড়াই কেবল দুই দলের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্যও। কোটি টাইগার সমর্থক তাই আজ তাকিয়ে থাকবে টিভি পর্দায়। কারণ, এই ম্যাচেই নির্ধারিত হবে, বাংলাদেশ কি সুপার ফোরে উড়াল দেবে, নাকি গ্রুপ পর্বেই শেষ হবে স্বপ্নযাত্রা।
গ্রুপের সমীকরণ এখন টানটান নাটকের মতো। তিন ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তানের ঝুলিতে আছে ২ পয়েন্ট; এক জয় ও এক হারের ফল। হংকং অবশ্য তিন ম্যাচেই হেরে অনেক আগেই বিদায় নিয়েছে।
আরো পড়ুন:
আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
এখন হিসাবটা এমন—
আফগানিস্তান হেরে গেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সুপার ফোরে।
আফগানিস্তান জিতলে সমীকরণ জটিল হবে। তখন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটে স্পষ্ট এগিয়ে থাকবে আফগানরা (২.১৫০)। শ্রীলঙ্কার রান রেট ১.৫৪৬, আর বাংলাদেশ অনেক পিছিয়ে -০.২৭০-তে।
অর্থাৎ আফগানিস্তান যদি জেতে, তবে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এক অসম্ভব সমীকরণের দিকে। সেটা হলো- লঙ্কানদের অন্তত ৭০ রানের ব্যবধানে হারতে হবে এবং তা করতে হবে ৫০ বল হাতে রেখে। অন্যথায় রান রেটের খেলায় পিছিয়েই থাকতে হবে টাইগারদের। তবে বৃষ্টি যদি হানা দেয় কিংবা ম্যাচ কোনো কারণে পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দলই নিশ্চিতভাবেই চলে যাবে সুপার ফোরে।
ম্যাচকে ঘিরে দুই শিবিরেই চাপ-উত্তেজনার আবহ। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব মনে করেন, চাপটা আসলে শ্রীলঙ্কার ওপরই বেশি, “আমরা এসব টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, আমাদের কোনো চাপ নেই। শ্রীলঙ্কা ভালো দল ঠিকই, তবে তারাও চাপে থাকবে। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে।”
অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা বাংলাদেশ প্রসঙ্গ টেনে বলেন, “প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে। আমরাও জয়ের লক্ষ্যেই মাঠে নামব।”
হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কাকে ঘাম ঝরাতে হয়েছিল। সেই অভিজ্ঞতা বলছে, আফগানিস্তানের বিপক্ষে জয়টা সহজ হবে না তাদের জন্যও। শেষ পর্যন্ত কারা হাসবে জয়ের হাসিতে, আর কোন সমীকরণে দাঁড়াবে বাংলাদেশের ভাগ্য; এই প্রশ্নের উত্তরই দেবে আজকের আবুধাবির রাত।
ঢাকা/আমিনুল